রাজ্য BJP-র মুসলিম সমাবেশ! মমতার ধর্ণাস্থলেই সংখ্যালঘু জমায়েতের ডাক দিয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এবার মুসলমান সমাবেশ (Muslims Rally) করতে চলেছে রাজ্য বিজেপি (BJP)। গত মাসের ২৯ ও ৩০ তারিখ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে আম্বেদবকর মূর্তির সামনে ধর্না কর্মসূচি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই জায়গাতেই সমাবেশের আয়োজন করল পদ্ম শিবির। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু জানান, রেড রোডে সমাবেশ করার ব্যাপারে সেনাবাহিনীর কাছে অনুমতি নেওয়া হয়েছে। এবার পুলিসের অনুমতি নেওয়া হবে। পুলিস যদি অনুমতি না দেয় তাহলে আদালতে গিয়ে অনুমতি নেবে বিজেপি। শুভেন্দু আরও জানান, চলতি সপ্তাহেই এই সমাবেশ করা হবে।

mamata , suvendu

ইদানিংকালে একাধিক সভা বিজেপি করেছে আদালতের অনুমতি নিয়ে। সম্প্রতি শুভেন্দুর চন্দ্রকোনার সভাও হয়েছে এভাবেই। সুকান্ত মজুমদার আদালতের অনুমতিতে সভা করেছিলেন মেদিনীপুরে। এদিন আরও একবার আদালত থেকে সভার অনুমতি জোগাড় করার হুঁশিয়ারি দিলেন নন্দীগ্রামের সাংসদ।

শুভেন্দুর অভিযোগ, ইদের দিন মুখ্যমন্ত্রী যেভাবে রেড রোডের নামাজে বিভাজনের কথা বলেছেন, মুসলমান ভোট ভাগাভাগি নিয়ে কথা বলেছেন তা বাংলার সম্প্রীতিকে বিঘ্নিত করতে পারে। বিরোধী দলনেতার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যকে মুসলিম সমাজের একটা বড় অংশ সমর্থনও করেন না। উনি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে গিয়ে সরাসরি রাজনৈতিক বিভাজনের কথা বলেছেন।

বিরোধী দলনেতার বক্তব্য, বিজেপির সংখ্যালঘু মোর্চা এই সমাবেশ আয়োজন করলেও গোটা দলই এই কর্মসূচির পাশে থাকবে। শুভেন্দু বলেন, আগে রেড রোডের নামাজ আয়োজন করত খিলাফৎ কমিটি। কিন্তু এবার দেখা গেল পূর্ত দফতর টেন্ডার ডেকে সব খরচ করেছে। তাঁর আরও অভিযোগ, আগে খিলাফৎ কমিটি চালাতেন ধর্মপ্রাণ মানুষরা। এখন তৃণমূলের লোকজনই রয়েছে খিলাফতের মাথায়।

Sudipto

সম্পর্কিত খবর