বাংলা হান্ট ডেস্কঃ দেশের সর্বোচ্চ আদালতে রাম মন্দির নিয়ে চলা মামলার শুনানি সম্পূর্ণ হয়েছে। সুপ্রিম কোর্ট দুই পক্ষের যুক্তি শোনার পর রায়দান সুরক্ষিত রেখেছে। আর এরই মধ্যে মুসলিম জাগরণ মঞ্চ দেশজুড়ে রাম মন্দির নির্মাণের জন্য জন জাগরণ অভিযান চালাচ্ছে। আর সেই ক্রমেই বৃহস্পতিবার জবলপুরে মুসলিম মঞ্চের একটি বৈঠক হয়। সেখানে অনেক মুসলিমরা অংশ গ্রহণ করেন।
ওই বৈঠকে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া আর রাম মন্দির নির্মাণ নিয়ে তথ্য দেওয়া হয়। এই অবসরে মুসলিম মঞ্চের সভাপতি এসকে মুদ্দিন বলেন, হদিসে বলা হয়েছে যেই স্থানে বিবাদ অথবা ঝগড়া আর মারপিট হবে, সেখানে মসজিদের নির্মাণ হবেনা। এছাড়াও উনি রাম মন্দিরের সমর্থনে আওয়াজ তুলে বলেন, রাম মন্দিরের নির্মাণ অযোধ্যাতে হবেনা তো কোথায় হবে?
মুসলিম মঞ্চের বৈঠকে মহাকৌশল এলাকার অনেকেই উপস্থিত ছিলেন। ওই বৈঠকে মুসলিম মঞ্চের সভাপতি এসকে মুদ্দিন জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া, ৩৫-এ আর রাম মন্দির নিয়ে মানুষকে বোঝান। উনি বলেন, ‘জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়াতে শুধু কাশ্মীর না, গোটা দেশ খুশি হয়েছে। ৩৭০ ধারা তুলে দেওয়ার পর, সেখানে শান্তি আর সম্প্রীতি বজায় থাকবে।
উনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে দেশবাসী আর কাশ্মীরের মানুষদের বড় উপহার দিয়েছেন। জন জাগরণ মঞ্চের মাধ্যমে মুসলিম সংগঠন দেশের মানুষের মধ্যে শান্তি আর সম্প্রীতির বার্তা দেয়। রাম জন্মভূমি বিতর্ক নিয়ে এসকে মুদ্দিন বলেন, ‘হদিসে বলা হয়েছে যেখানে ঝগড়া, অশান্তি আর মারপিট হবে, সেখানে কখনো মসজিদের নির্মাণ হতে পারেনা। আর রাম মন্দিরের নির্মাণ অয্যোধ্যায় হবেনা তো আর কোথায় হবে?”