এবার মহারাষ্ট্রে গুলি করে খুন করা হল সুফি বাবাকে! ছড়াল তুমুল চাঞ্চল্য

বাংলাহান্ট ডেস্ক : ইদানিং বেশ কিছুদিন ধরেই দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ কিছুটা হলেও নষ্ট হয়েছে। ধর্মকে কেন্দ্র করে নানান হিংসাত্মক ঘটনার ছবি একের পর এক রাজ্যে ফুটে উঠেছে। ইতিমধ্যেই, উন্মত্ত ধর্মান্ধদের নারকীয় হত্যাকাণ্ডের জেরে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। নিরীহ দর্জি থেকে শুরু করে জনপ্রিয় কেমিস্টের মৃত্যুতে তখন সোচ্চার সমগ্র দেশবাসী তখনই প্রকাশ্যে এসেছে আরোও এক নৃশংস হত্যাকাণ্ডের ছবি। এবার এক মুসলিম ধর্মগুরুকে হত্যার ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে মহারাষ্ট্রের নাসিক সহ সমগ্র দেশে।

সূত্রের খবর, খাওয়াজা সৈয়দ চিস্তি নামের বছর পঁয়ত্রিশের ওই ধর্মগুরু আদতে আফগানিস্তানের বাসিন্দা। সুফি বাবা হিসেবে পরিচিত ওই ধর্মপ্রাণ মুসলিমকে লক্ষ্য করে মঙ্গলবার সন্ধ্যায় চার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়েন। সঙ্গে সঙ্গে গুলির আওয়াজে কেঁপে ওঠে নাসিকের ইয়োলা টাউনের সংশ্লিষ্ট এলাকা। মাথায় গুলি লাগতেই তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন সুফি বাবা। কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গিয়েছে, সুফি বাবাকে হত্যার পরই দুষ্কৃতীরা তার গাড়ি নিয়েই এলাকা থেকে পালিয়ে যায়। যদিও খুনের মূল কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে ইতিমধ্যেই সুফি বাবার গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই আদালতে মামলা দায়ের হওয়ার পাশাপাশি আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরে ওই মুসলিম ধর্মগুরু নাসিকের ইয়োলা টাউনে থাকছিলেন। যদিও, মৃত্যুর পিছনে ধর্ম সংক্রান্ত কোন কারণ নেই বলেই পুলিশের আপাতভাবে মনে হচ্ছে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, স্থানীয় মানুষের সহযোগিতায় ‘‌সুফি বাবা’‌ একটি জমি কিনেছিলেন। সেই জমি নিয়ে বিবাদের জেরেই খুন নাকি এই খুনের পিছনে অন্য কোন কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর