পুরস্কার দিতে ছাত্রীকে মঞ্চে ডাকায় চটলেন মৌলবি! শিক্ষিত রাজ্য কেরলের ঘটনায় অবাক দেশবাসী

বাংলা হান্ট ডেস্কঃ একবিংশ শতাব্দী, প্রতি মুহূর্তে নতুন রূপে আধুনিকতাকে ছুঁয়ে দেখতে চায় নাগরিক জীবন। সময়ের সাথে সাথে আমাদের প্রোগ্রেসিভ হওয়ার একটি বীজগাণিতিক সরল সম্পর্ক থাকলেও, যদি খুঁটিয়ে বিচার করা যায়, তাহলেই খুঁজে পাওয়া যাবে সর্ষের ভিতরের ভূত আজও টিকে আছে।

জানা গিয়েছে, ঘটনাস্থল একটি জেলায় মাদ্রাসা বিল্ডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হচ্ছিল সেখানে একটি ১০ বছরের ছাত্রীকে মেমেন্টো তুলে দেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেতা পানাককাদ সায়েদ আব্বাস আলী শিহাব থাঙ্গল। মঞ্চের উপর একটি শিশু কন্যাকে আমন্ত্রণ জানানোর পরিণতি হিসেবে ভর্ৎসনার শিকার হতে হয় আয়োজককে। ঘটনাটা দেশের সবচেয়ে শিক্ষিত রাজ্য হিসেবে পরিগণিত কেরেলার মালাপ্পুরাম রাজ্যের।

ইতিমধ্যেই একটি ভিডিও প্রচন্ড ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। যেখানে দেখা যায় সমস্থা কেরালা জেম-ইয়্যাথুল উলামার একজন অভিজ্ঞ সদস্য আবদুল্লাহ মুসালিয়ার একটি অনুষ্ঠান চলাকালীন আয়োজকদের প্রবল ভর্ৎসনা করেন, একটি ১০ বছরের শিশুকন্যাকে মঞ্চে পুরস্কার সংগ্রহে আহ্বান করার জন্য।

ক্ষুব্ধ মুসালিয়ার সরাসরি আয়োজক কর্তাদের প্রশ্ন করেন, “কে মেয়েটিকে আমন্ত্রণ জানিয়েছে মঞ্চে?… যদি আপনারা আবার এরকম করেন… এইরকম মেয়েদেরকে মঞ্চে ডাকবেন না… আপনারা কি সমস্থার নিয়ম কানুনের সম্পর্কে অবগত নন?.. আপনি কি সেই যে মেয়েটিকে মঞ্চে ডাকেন?.. পুরস্কার সংগ্রহের জন্য মেয়েটির বাবা মাকে আসতে বলবেন… আমরা উপস্থিত থাকতে এই ধরনের আচরণ করবেন না.. এগুলি টিভিপর্দায় টেলিকাস্ট করা হবে।”

মেয়েটির নাম ডেকেছিলেন যিনি তাকে দেখা যায় মঞ্চে মুসালিয়ারের কাছে ক্ষমা চাইতে। তবে এই ঘটনাটি দেখে মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ফাতিমা থাহিলিয়া ফেসবুকে এই বিষয় নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন মেয়েদের মঞ্চ থেকে এইভাবে বহিষ্কার এবং অপমানের পরিণাম ভোগ করতে হবে এই সমাজকে। যদিও, সেই ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট পি কে নাভাস মুসালিয়ার কে সমর্থন জানায়, তার বিরুদ্ধে চলতে থাকা কথাগুলির তীব্র প্রতিবাদ করেন তিনি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর