প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তেরঙ্গা হাতে স্বাগত জানালেন মুসলিমরা

 

অমিত সরকার – তিনি কোন জাতির নন তিনি কোন দেশের নন তিনি সকলের মনের প্রধানমন্ত্রী তাই হয়ত তিনি সেই জায়গাটি করে ফেলতে পেরেছেন গোটা বিশ্বের দরবারে।

বৃহস্পতিবার  ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী  মোদী। সেখানে ওনাকে বিমান বন্দরে গুজরাটের বোহরা মুসলিমরা তেরঙ্গা হাতে  নিয়ে প্রধানমন্ত্রী কে  স্বাগত জানান।

IMG 20190904 125116

 

সেই সময় বোহরা মুসলিমরা ‘ভারত মাতার জয়’  স্লোগানও দেন। বিমান বন্দরের সেই ভিডিওকে প্রধানমন্ত্রী কার্যালয়ের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়।

Piyali

সম্পর্কিত খবর