বিয়ের পর ধর্মান্তকরণে জোর! মুসলিম স্ত্রীর বিরুদ্ধে থানার দ্বারস্থ হিন্দু স্বামী

বাংলা হান্ট ডেস্ক : এতদিন লাভ জিহাদের শিকার হচ্ছিলেন হিন্দু মহিলারা। এবার একই রকম কাণ্ড ঘটল এক পুরুষের সাথে। উত্তর প্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের (Aligarh) অজয় কুমার অভিযোগ করেন তাঁর স্ত্রী মুসকান দুর্গাপুজোর দিনই বাড়ির দুর্গা মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। শুধু তাই নয়, তিনি আরও অভিযোগ করেন, মুসকান তাঁর বাড়ির লোকদের ক্রমাগত চাপ দিচ্ছে ইসলাম ধর্ম গ্রহণের জন্য।

উত্তর প্রদেশের নিজের স্ত্রীর কাছেই অত্যাচারিত অজয় কুমার। পুলিসের কাছে অভিযোগ করার সময় তিনি দাবি করেন, ২০২২ সালের ডিসেম্বর মাসে তাঁর সঙ্গে মুসকানের বিয়ে হয়। অজয় আকরাবাদ থানা এলাকায় ফরিদপুরের বাসিন্দা মুসকানকে বিয়ে করেন। পরিসংখ্যান অনুসারে ফরিদপুর মুসলিম প্রধান এলাকা। ওই গ্রামে অজয়রাই একমাত্র হিন্দু পরিবার।

অজয়ের অভিযোগ, আশপাশের মহিলারা তাঁর স্ত্রীকে ভুল বুঝিয়েছেন। বিয়ের কিছু দিন পর থেকেই আশপাশের মহিলাদের সংস্পর্শে এসে বিগড়ে যায় তাঁর স্ত্রী। এর পর থেকেই তাঁর পরিবারের উপর অত্যাচার শুরু করেন মুসকান। তিনি ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দেন অজয়কে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চৈত্র নবরাত্রির দিন বাড়িতে মাংস খাওয়ার জেদ করেন মুসকান। বাড়িতে ব্রত রাখার কথা বলা হলে তিনি দুর্গা মূর্তিকেই ভাঙচুর করেন। নালিশ যায় মুসকানের বাড়িতেও। অজয়ের শ্বশুর বাড়ির লোক আবার মেয়ের পক্ষ নিয়ে ধর্ম পরিবর্তন করার কথাই বলেন।

ঝগড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, স্থানীয় ভাষায় অজয়ের বাড়ির লোককে রীতিমতো হুমকি দিচ্ছেন মুসকান। এই ভিডিওটি করেছেন অজয় নিজেই।

Sudipto

সম্পর্কিত খবর