মুসলিমদের সাথে নিয়ে করা হল রাম মন্দির নির্মাণের জন্য মহা জজ্ঞ

বাংলা হান্ট ডেস্কঃ রাম মন্দির নির্মাণে আসা সমস্ত বাধা দূর করার জন্য অযোধ্যায় সোয়া লক্ষ কোটি মন্ত্রের জপের পর প্রাথনা করা হয়। তপস্বী ছাউনিতে আয়োজিত এই জজ্ঞে মুসলিম মঞ্চের কর্মী, মহিলা এবং অন্যান্য মুসলিমেরা অংশ গ্রহণ করেছিলেন। তপস্বী ছাউনির মহন্ত পরমহংস দাস প্রয়াগ্রাজে কুম্ভের সময় সোয়া লক্ষ কোটি রাম নাম মন্ত্রের আবেদন নিজের অনুগামীদের করেছিলেন। এই জপ রাম মন্দির নির্মাণের বাধাকে খতম করা আর অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের রাস্তা সুগম করার জন্য করা হয়েছ।

GetAttachmentThumbnail?id=AAMkAGVkYzE3YzQ2LTZhY2YtNDQ5OS1iZDBhLTZhYTAyOGYyNWNkZgBGAAAAAAA0JhUmFpRrSLPvH7MlZtr%2FBwCvKkV0MensTqnlxAIpT95eAAAAAAEMAACvKkV0MensTqnlxAIpT95eAAH9z6U3AAABEgAQAIn8oQchozpNhJ%2Fay57Ds9E%3D&thumbnailType=2&owa=outlook.office365.com&scriptVer=2019082310.11&X OWAএই রাম নাম জপ এবং জজ্ঞ তপস্বী ছাউনিতে করা হয়েছিল। যেখানে মুসলিম সম্প্রাদায়ের মহিলারাও অংশ নিয়েছিলেন। মুসলিম সমাজের মহিলারা জয় শ্রী রাম এর ধ্বনি দিয়ে রাম নাম মন্ত্রের উচ্চারণ করেন। মুসলিম মহিলারা জানান, রাম মন্দির নির্মাণে আসা সমস্ত বাধা খতম করা উচিত। আর বিতর্কিত জমিতে নামাজ অবৈধ হওয়ার জন্য রামলালা এর জন্ম স্থলে মন্দির নির্মাণ করা উচিত, আর হিন্দু মুসলিম সবাইকে এই মন্দির নির্মাণের জন্য সহযোগিতা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা উচিত।

এই জজ্ঞে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের কর্মীরা অংশ গ্রহণ করেছিলে, তপস্বী ছাউনির মহন্ত পরমহংস দাস বলেন, রাম নাম জপ করে অসম্ভব কাজকেও সম্ভব করা যায়। তিনি বলেন, অযোধ্যায় খুব শীঘ্রই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর