মসজিদে গিয়ে নমাজ পড়তে আর বাধা রইল না মুসলিম মহিলাদের

বাংলা হান্ট ডেস্কঃ  আর কোনও বাধা রইল না মুসলিম মহিলাদের মসজিদে গিয়ে নমাজ পড়়ার জন্য।  এবার থেকে মসজিদে মুসলিম মহিলাদের অবাধ প্রবেশ ঘটতে পারবে, এমনটাই শীর্ষ আদালতে  জানাল ইন্ডিয়া মুসলিম পার্সোলান ল’ বোর্ড। এতদিন পর্যন্ত ইসলাম ধর্মের মহিলাদের ইদের দিন ছাড়া অন্যান্য দিনে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।

fjiubunmpc 1517219470

এবার থেকে আর কোনও বিধি নিষেধ থাকল না। যেকোনও দিনেই মসজিদে যেতে পারবেন মুসলিম মহিলারা। প্রতি জুম্মাবারে( শুক্রবার) মসজিদে ঢুকে নমাজ পড়তেও আর বাধা রইল না মুসলিম মহিলাদের ।মুসলিম ল বোর্ডের তরফে জানানো হয়েছে, মুসলিম মহিলাদের মসজিদে গিয়ে নমাজ পড়ার ক্ষেত্রে আর কোনও বিধি নিষেধ থাকল না । কোনওরকম ধর্মীয় বাধাও থাকল না । জম্মুবারে বা অন্য দিনে মসজিদে ঢুকে তাঁরা নমাজ পড়তে পারবেন । এমনকি পুরুশ মহিলা একসঙ্গে বসেও নমাজ পড়তে পারবেন ।

মসজিদের নমাজ পড়ার অনুমতি চেয়ে  গত বছর শীর্ষ আদালতে আবেদন করেন পুণের বাসিন্দা ইয়াসমিন জুবের আহমেদ পীরজাদে ও তাঁর স্বামী জুবের আহমেদ নাজির আহমেদ পীরজাদে । ওই দম্পতি বলেছিলেন, ইসলামের প্রবর্তক মহম্মদ মহিলাদের মসজিদে প্রবেশ এবং নমাজ পড়া নিষিদ্ধ করেননি ।কোরানেও পুরুষ ও নারীর মধ্যে কোনও বিভেদ করা হয়নি । তা সত্ত্বেও মুসলিম মহিলারা দিনের পর দিন নানান বিধি নিষেধের শিকার হচ্ছেন । ফতোয়া জারি করে তাঁদেরকে আটকে রাখা হচ্ছে । অত্যাচারের শিকার হচ্ছেন মুসলিম মহিলারা ।

ওই দম্পতির আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং  অল ইন্ডিয়া মুলসিম পার্সোনাল ল বোর্ডকে নোটিশ দেয় দেশের শীর্ষ আদালত । বুধবার ওঅ মামলার শুনানি হয় । নয় জন বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানিতে অল ইন্ডিয়া পার্সোনাল ন বোর্ড জানায়, মসজিদে মহিলাদের নমাজ পড়ার উপর নিষেধাজ্ঞা অসাংবিধানিক ।তবে কিছু মুসলিম মহিলাদের জন্য এই নিষেধাজ্ঞা উঠে গেলেও সুন্নি মসজিদগুলিতে  এখনও মহিলাদের প্রবেশ নিষিদ্ধও রয়েছে ।


সম্পর্কিত খবর