বাংলা হান্ট ডেস্ক : মুসলিম ওয়ার্ল্ড লিগের (Islam World League)) প্রধান মহম্মদ বিন আব্দুল করিম আল ইস্সা ভারত সফরে এসেছেন। বুধবার তিনি ভারতীয় দর্শন ও ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানিয়েছেন, ভারতের গণতন্ত্র (Indian Democracy) ও ভারতের সংবিধানকে সম্মান জানাচ্ছি। সেই সঙ্গেই তাঁর সংযোজন ভারতে যেভাবে শান্তিপূর্ণ সহাবস্থান হয় সেটা একেবারে অনন্য।
মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল মহম্মদ বিন আব্দুল করিম আল ইস্সা গত ১০ জুলাই ভারতে এসেছেন। তিনি ৫ দিনের ভারত সফরে এসেছেন। তিনি যে সংগঠনের প্রধান সেটা মূলত দে০সৌদি আরবের। তবে সেখানে বিভিন্ন দেশের মুসলিম প্রতিনিধিরা রয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তিনি জানিয়েছেন, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভারতের গণতন্ত্রকে স্যালুট করছি। আমি ভারতের সংবিধানকে স্যালুট করছি। ভারতীয় দর্শন,আর ঐতিহ্য যেটি মূলত গোটা বিশ্বকে একসঙ্গে চলতে শেখায় সেই দর্শনকে শ্রদ্ধা জানাচ্ছি।
বুধবার গ্লোবাল ফাউন্ডেশন ফর সিভিলাইজেশনাল হারমোনি নামে একটি সংস্থার উদ্যোগে ডায়ালগ ফর হারমোনি অ্যামং রিলিজিয়ন শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি বক্তব্য রাখতে ওঠেন।
তিনি সেখানে জানিয়েছেন, ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, এখানকার বিগদ্ধজন, এখানকার ধর্মীয় নেতাদের সঙ্গে দেখা করে অত্যন্ত খুশি। তিনি বলেন, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভারতের গণতন্ত্রকে স্যালুট করছি। আমি ভারতের সংবিধানকে স্যালুট করছি। ভারতীয় দর্শন,আর ঐতিহ্য যেটি মূলত গোটা বিশ্বকে একসঙ্গে চলতে শেখায় সেই দর্শনকে শ্রদ্ধা জানাচ্ছি।
সেই সঙ্গেই তাঁর পরামর্শ আগামী প্রজন্মকে রাস্তা দেখানো ও তাদেরকে রক্ষা করা আমাদের অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, দুপক্ষের মধ্য়ে যখনই কথা বন্ধ হয়ে যায় তখনই ভুল বোঝাবুঝি ও সমস্যা তৈরি হয়। দুপক্ষের মধ্য়ে সেতু বন্ধন করাটা অত্যন্ত প্রয়োজন। ছোটবেলা থেকেই আমাদের পরবর্তী প্রজন্মকে গাইড করা তাদের রক্ষা করাটা অত্যন্ত প্রয়োজন।
সেই সঙ্গেই মৌলবাদের বিরুদ্ধেও আওয়াজ তোলেন তিনি। তিনি বলেন, যাবতীয় ধর্মীয় দ্বন্দ্বের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। মৌলবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে সেটা দেখা আমাদের অত্যন্ত দরকার। কোনো কিছু বিষয়ে ভুল ধারনা, ঘৃণা এগুলো মানুষকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেয়। কিছু সংগঠন আছে যারা ভুল পথে চালিত করে। কিন্তু আমি যখন এখানে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করলাম তখন একেবারে অন্যরকম ছবি চোখের সামনে দেখলাম।