ধর্ম লুকিয়ে হিন্দু যুবতীর সঙ্গে প্রেম ‘বিবাহিত” মুসলিম যুবকের, খবর পেতেই রণচন্ডী রূপ ধারণ স্ত্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিবাহিত প্রেমিক তার প্রেমিকার সাথে শনিবার সময় কাটাচ্ছিলেন একান্তে। উষ্ণ চায়ের ধোঁয়ায় প্রেমিক যুগল তাদের প্রেম জমাতেই চেষ্টা করছিলেন। তারপরেই আবির্ভূত হলেন প্রেমিকের স্ত্রী। তারপরেই ঘটে বিপত্তি। কান্দি মহকুমা হাসপাতাল মোড় এলাকায় এই ঘটনাকে ঘিরে আজ রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই যুবকের স্ত্রী একজনকে নিয়ে এসেছিলেন কান্দি হাসপাতালে।

হঠাৎই তিনি তার স্বামীর সাথে দেখতে পান প্রেমিকাকে। এরপরেই তাদের দিকে এগিয়ে যান তিনি। স্বামীর প্রেমিকার দিকে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন “এখানে কি করছো?” প্রেমিকের স্ত্রীকে দেখে পিলে চমকে যাওয়ার অবস্থা হয় প্রেমিকার। এরপরেই প্রেমিকার সাথে দেখতে পান তার স্বামীকে। দুজনকে একসাথে দেখে রণচন্ডী মূর্তি ধারণ করেন ওই মহিলা। বাজারের মধ্যে দাঁড়িয়েই তিনি হৈচৈ শুরু করেন।

জানা গিয়েছে এই মহিলার নাম লাজিনা খাতুন।২০১৩ সালে এই মহিলার প্রেম করে বিয়ে হয় খরগ্রাম থানার বাসিন্দা ফইদুল ইসলামকে। লাজিনা দাবি করেছেন, শ্বশুরবাড়ির লোকের অত্যাচারের জন্য বেশিরভাগ সময় তিনি বাপের বাড়ি থাকতেন। তার স্বামী কাজ করতেন বহরমপুরের একটি সংস্থায়। এখানেই তার প্রেমিকার সাথে আলাপ হয়।

এই মহিলা আরও অভিযোগ করে জানিয়েছেন, “বহরমপুরের এক হিন্দু মেয়ের সাথে আলাপ হয় আমার স্বামীর। ওই মহিলাকে আমার স্বামী শান্তনু চক্রবর্তী নাম বলে বিয়ে করতে চেয়েছিল। ওই মেয়েটিকে ফোন করলে আমি জানতে পারি আমার স্বামী ওকে বিয়ের কথা বলেছে। এই মেয়েটির বিষয়ে আমার শ্বশুর বাড়ির লোক জানে। আমাদের এখনো তালাক হয়নি। সেক্ষেত্রে কিভাবে আমার স্বামী অন্য একটি মেয়ের সাথে লিভ ইন করছে?”

Kandi affair

অন্যদিকে এই যুবতী কথা বলতে চাননি তার প্রেমিকের স্ত্রীর সাথে। তুমুল চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। এই ঘটনাকে ঘিরে রীতিমতো হুলুস্থুল পড়ে যায় কান্দি হাসপাতাল মোড়ে। এরপর পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X