অতুল্য ভারতঃ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিবের মাথায় জল ঢালবেন মুসলিম যুবক

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের মুজফরনগরে আজকাল রাজনৈতিক দল গুলো ধর্মকে আলাদা আলাদা করে নিজের ভোট ব্যাংক মজবুত করার কাজ করছে। আরেকদিকে এবছর শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় জল ঢালার যাত্রায় এক অবিস্মরণীয় দৃশ্য দেখা গেলো। এক মুসলিম যুবক সাম্প্রদায়িক সৌহার্দ্যের এক অপূর্ব নিদর্শন পেশ করল। বাগপতের বাসিন্দা বাবু খান নামের এক মুসলিম যুবক হরিদ্বারে বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছেন। প্রথমে তিনি বাগপতের একটি মন্দিরে ভোলেনাথের মাথায় জল ঢালবেন, পরে সেখান থেকে তিনি হরিদ্বারের যাত্রা করবেন। বাবু খান এই নিয়ে দ্বিতীয়বার এই কাজ করতে চলেছেন।

kawar

বাবু খান জানান, ‘১৫ই আগস্ট ১৯৪৭ সালে এই দেশ স্বাধীন হয়েছে। দেশ যখন স্বাধীন, তখন আমিও স্বাধীন। আমিও আমার মন মতো কাজ করতে পারি।” বাবু খান জানান, আমি গীতা, কোরান এবং সমস্ত ধর্মের সন্মান করে ২০১৮ সালে থেকে ভোলে বাবার মাথায় জল ঢালার কাজ শুরু করি। আমি সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার জন্য আরও মুসলিম যুবকদের এই কাজ করতে উৎসাহ দিয়।

ইসলাম ধর্মে ভোলে বাবার মাথায় জল ঢালা হারাম। বাবু খান যেই কাজ করছে, সেটার মাধ্যমে তিনি দুই ধর্মের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগানোর চেষ্টা করছে। বাবু খান বলেন, যে আমার সামনে জাতিবাদ এর কথা বলবে, সে আমার শত্রু। বাবু খান উত্তর প্রদেশের বাগপত এর বাসিন্দা। আর সে এই নিয়ে দ্বিতীয়বার ভোলেবাবার মাথায় জল ঢালার জন্য হরিদ্বার যাচ্ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর