বোমা মেরে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি মুসলিম যুবকের! অ্যাকশনে পুলিশ, তারপরে যা হল….

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এক যুবক। এবার সেই যুবককে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে যে, ভাগলপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে অযোধ্যার পুলিশ। সোশ্যাল মিডিয়ায় রাম মন্দির বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ওই যুবক। ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ওই হুমকির পর অভিযুক্তর খোঁজে তল্লাশি চালায় রাম জন্মভূমি থানার পুলিশ।

অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি:

এদিকে, ওই যুবকের কাছ থেকে ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা সংস্থাগুলি। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রয়াত হাজি জোহর আনসারির ছেলে মহম্মদ মাকসুদ আনসারিকে বিহারের ভাগলপুরের খঞ্জরপুরের মসজিদ গলি থেকে গ্রেফতার করা হয়েছে। ওই যুবকের কাছ থেকে পাওয়া মোবাইল ফোনগুলি থেকে কন্ট্যাক্ট খতিয়ে দেখছে পুলিশ। রাম মন্দির (Ayodhya Ram Mandir) বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়ার পরেই সতর্ক হয়ে যায় প্রশাসন। এমতাবস্থায়, রবিবার পুলিশ অভিযুক্তকে বিহারের ভাগলপুর থেকে গ্রেফতার করেছে।

   

Muslim youth threatens to bomb Ayodhya Ram Mandir.

মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি: মহম্মদ মাকসুদের বিরুদ্ধে রাম মন্দির (Ayodhya Ram Mandir) বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। গত ১৪ জুন, ওই যুবক এই হুমকি দিয়েছিল। তারপরে পুলিশ বিষয়টির পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে। রবিবার মাকসুদ যখন তার বোনের শ্বশুরবাড়ি থেকে বাড়ি আসছিল তখন পুলিশ তাকে ধরে ফেলে। মূলত, অভিযুক্তের মোবাইল নম্বর ট্রেস করে ভাগলপুরের হুরহাট্টা চক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: “পারফরম্যান্স নেই, শুধু বকবক”, বাবরকে তীব্র কটাক্ষ পাক কিংবদন্তির! বললেন “কোহলিকে দেখে শেখো”,

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ: এদিকে, যুবকের সন্ধান পাওয়ার পরে পুলিশ বর্তমানে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তথ্য সংগ্রহ করছে। এর পাশাপাশি, আর কারোর সাথে তার যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়েও নজর রাখা হচ্ছে। মূলত, পুলিশ জানতে চায় ওই যুবক কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্ত কিনা।

আরও পড়ুন: মাত্র ১ সেন্টিমিটারের জন্য মিলল না প্রথম স্থান! ডায়মন্ড লিগে অনুরাগীদের “মন ভাঙলেন” নীরজ

অভিযুক্তের মা ক্যান্সারে আক্রান্ত: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ওই যুবককে ইতিমধ্যেই অযোধ্যায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তের মা জানিয়েছেন, তাঁর ছেলে অপরাধী নয়। সে নির্দোষ এবং পুলিশ তাকে জোর করে তুলে নিয়ে গেছে। পাশাপাশি, ওই যুবকের মা ক্যান্সারে আক্রান্ত বলেও জানা গিয়েছে। তিনি জানান, তাঁর ছেলেই তাঁকে দেখাশোনা করেন। এমতাবস্থায়, পুলিশ তাকে জোর করে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর