গরবা প্যান্ডেলে ঢুকে মহিলাদের ছবি তোলার জের, মুসলিম যুবকদের পিটিয়ে পুলিশ ডাকল বজরং দল

বাংলাহান্ট ডেস্ক : সারাদেশে অনেক জায়গায় ধুমধাম করে গরবার আয়োজন করা হচ্ছে। আর এরই মধ্যে গরবা অনুষ্ঠানে লুকিয়ে মুসলিম যুবকদের প্রবেশ করার ঘটনা সামনে এসেছে। মহারাষ্ট্রের আকোলা জেলায় গরবাতে মেয়েদের ছবি তুলতে থাকা ৪ যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দেশের অন্যান্য শহর থেকেও একই ধরনের ঘটনা সামনে এসেছে। গুজরাটের আহমেদাবাদের গরবায় মুসলিম ছেলেদের মারধরের ঘটনাও সামনে এসেছে। একই সাথে, মধ্যপ্রদেশের ইন্দোরে একটি গরবা প্যান্ডেলে পরিচয়ের গোপন করে আসা ৭ মুসলিম যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ।

মহারাষ্ট্রের আকোলায় গরবায় প্রবেশ করলেন মুসলিম যুবক:

তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের আকোলা জেলার গারবায় মেয়েদের ছবি তোলা ৪ জন মুসলিম যুবককে মারধর করা হয়। চারজনকেই পুলিশের হাতে তুলে দেয় জনতা। এই চার জন ছেলে উত্তরপ্রদেশের বাসিন্দা। অভিযোগ, আকোলার রিগাল টকিজ এলাকার রাম নগর নবদুর্গা উৎসব মণ্ডলে মহিলাদের ছবি তোলেন এই যুবকেরা। গরবা আয়োজকরা চারজনকে হাতেনাতে ধরে বেধড়ক মারধর করে। পুলিশের তদন্তে তাদের মোবাইল ফোনে আড়াই শতাধিক নারীর ছবি পাওয়া গেছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আহমেদাবাদেও একই ধরনের ঘটনা সামনে এসেছে:

গুজরাট থেকেও একই ধরনের ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার রাতে আহমেদাবাদ শহরের একটি গরবা মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন হিন্দু সংগঠন দুই মুসলিম যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন মুসলিম যুবকদের বেধড়ক মারধর করে মাঠ থেকে বের করে দেয়। সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

ইন্দোরের গরবা প্যান্ডেলে নিজেদের পরিচয় গোপন করে ঢুকে পড়েন মুসলিম যুবকরা:

অন্যদিকে, মধ্যপ্রদেশের ইন্দোরের পান্ধরীনাথ চৌরাস্তার গরবা প্যান্ডেলে পরিচয় গোপন করে আসা ৭ মুসলিম যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। এই যুবকরা সেখানে ফটো-ভিডিও তৈরি করছিল। তাদের কার্যকলাপ দেখে সেখানে উপস্থিত বজরং দলের সদস্যদের সন্দেহ হয়, পরে তারা তাদের নাম জিজ্ঞাসা করে এবং পরিচয়পত্র দেখাতে বলে। যুবকরা তাদের নকল নাম বলেন। পরিচয়পত্র চাওয়ার পরও তারা তা দেখাতে অস্বীকার করে। এরপর ওই যুবকদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সকলের বিরুদ্ধেই নিষিদ্ধ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর