করোনা নিয়ে মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে অভিযোগ OIC এর,পাল্টা জবাব দিল ভারত

৫৭টি দেশের জোট ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন জানিয়েছে ভারত জুড়ে ছড়ানো হচ্ছে ইসলামভীতি। ভারতের এই ঘৃণার জেরে আক্রান্তও হয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।

ভারতে এভাবে করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্যে নরেন্দ্র মোদী প্রথম থেকেই যথেষ্ট সরব ছিলেন। তার ওপর নিজামুদ্দিনের ঘটনার পর থেকেই দেশে সবাই করোনা আতঙ্ক নিয়ে মুসলিমদের দুষছেন।নেতা-মন্ত্রীরা জামাতের ঘটনাকে ‘করোনা টেররিজ়ম’ বলেও বর্ণনা করে বসেন। তার পাশাপাশি মুসলিমদের এতো কথা শোনানো হয়েছে যে তারাই কোন ঠাসা হয়ে পড়ছে।

Coronavirus slider

এর পরেও নানা তথ্য উঠে আসে যে করোনা আক্রান্ত ধরা পড়েছে, তার পাঁচ ভাগের এক ভাগই জামাত-ফেরত।  আর তারপর থেকেই মুসলিমদের টার্গেট করা হয়। অনেক ক্ষেত্রে ব্যবসা ক্ষতি হয়েছে। অনেক ক্ষেত্রে আবার অনেক অশান্তি হয়েছে।আবার অনেকেই বুঝিয়ে দিয়েছেন এই করোনা আতঙ্কের মূলে আছে মুসলিম সম্প্রদায়। এই নিয়ে আরব দুনিয়ার সুবিশাল মুসলিম সম্প্রদায় বিশাল আতঙ্কে আছে বলে জানা গেছে।

অবশ্য সেই তথ্য দিয়েছে খোদ অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার এই বিষয় মানতে নারাজ। তারা জানিয়েছে এটা পুরোটাই মিথ্যে আর অপপ্রচার। উপসাগরীয় দেশগুলির সঙ্গে ভারতের যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। পাশাপাশি এমনটাও জানানো হয়   এই সম্পর্ক বজায় রাখতেও সচেষ্ট ভারত। দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে ভালো ভাবে বজায় রাখা সম্ভব হয় সেই চেষ্টাই করা হবে। আর এই ভ্রান্ত ধারণাও দূর করা হবে।


সম্পর্কিত খবর