প্রধানমন্ত্রী আবাস পাচ্ছে না মুসলিমরা, অভিযোগ করতেই ওয়েইসিকে উত্তম মধ্যম জবাব দিলেন যোগী

বাংলাহান্ট ডেস্কঃ ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলেন AIMIM -এর সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি (Asadudin Owaisi)। বিতর্কিত মন্তব্যের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং বিজেপিকে আক্রমণও করলেন। তবে ছাড়লেন না মুখ্যমন্ত্রী যোগীও। মোক্ষম জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

বিজেপি সরকারকে আক্রমণ করে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ‘মুসলিমদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে বিজেপি সরকার। মুসলিমরা পাচ্ছেন না প্রধানমন্ত্রীর আবাস যোজনার সুবিধা। বঞ্চিত হচ্ছেন মুসলিমরা’।

thequint 2019 12 b61b1e9c a0b9 4e81 bc30 09161d914af5 Owaisi 1

এখানেই শেষ নয়, বাহরাইচে এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী যোগীকে আক্রমণ করে ওয়েইসি বলেন, ‘যোগী জি আপনি যদি বৈষম্যমূলক আচরণ নাই করবেন, তাহলে কেন আপনার মুখ থেকে ”আব্বা জান” শব্দটি বেরিয়ে এল? প্রধানমন্ত্রীর আবাস যোজনার আয়ত্তায় ঘর পেয়েছে, এমন ১০ জন মুসলিমের নাম করে দেখান তো। মুসলমানরা উত্তরপ্রদেশে পড়াশুনা করতে পারছে না। এর জন্য দায়ী কে?’

ওয়েইসির করা প্রতিটি মন্তব্যের কড়া ভাষায় জবাব দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘আগে মেয়েদের প্রতি বৈষম্য থাকলেও, প্রধানমন্ত্রী মোদী জি ক্ষমতায় আসার পর থেকে, তা দূর হয়ে গেছে। মহিলাদের নানা যোজনার সুবিধা দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী ঘর বানাচ্ছেন, এমনকি মেয়েদের বিয়ের জন্যও একটি প্রকল্প তৈরি করা হয়েছে’।

yogi adityanathpti 875

তিনি আরও বলেন, ‘পূর্বের সরকার শ্রাবণ মাসে কানওয়ার যাত্রা বের করা থেকে শুরু করে কৃষ্ণ জন্মাষ্টমীও নিষিদ্ধ করেছিল। কিন্তু মোদী জির সংকল্প হল, ”সবকা সাথ, সবকা বিকাশ”। সকলের জন্যই PM আবাস যোজনা রয়েছে। দেওয়া হচ্ছে আয়ুষ্মান যোজনার সুবিধাও। আবার কৃষকদের খাতে ৭৫১ কোটি টাকাও দেওয়া হয়েছে’।

Smita Hari

সম্পর্কিত খবর