বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের পর এবার করোনা ভ্যাকসিন (covid vaccine) নিয়ে বিতর্কিত মন্তব্য করে আবারও সংবাদ শিরোনামে উঠে এলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত (Trivendra Singh Rawat)। উত্তরাখণ্ডের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, পূর্বেই করোনা ভাইরাস নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছিলেন।
দলীয় কর্মীদের মধ্যে তাঁকে নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হওয়ার কারণে গত মার্চ মাসে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। এরপর গত মে মাসে করোনা ভাইরাস সম্পর্কে তাঁর করা মন্তব্যের জেরে বিতর্কের সৃষ্টি হয়েছিল গোটা দেশ জুড়েই। সমালোচিতও হয়েছিল ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তিনি বলেছিলেন, ‘মানুষের মতই একটি প্রাণী হল করোনা ভাইরাস। তাই এরও বেঁচে থাকার অধিকার রয়েছে’।
তবে সেসব পর্ব পেরিয়ে এবার করোনা ভ্যাকসিন নিয়ে আবারও এক বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। সোমবার ঋষিকেশের একটি অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘আমি ইচ্ছাকৃতভাবেই নাম নিয়ে বলছি- আমাদের দেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে এখনও করোনা ভ্যাকসিন নিয়ে অনেক দ্বিধা, আশঙ্কা আর ভুল ধারণা রয়েছে। সেই কারণে তাঁরা টিকা নিতে চাইছেন না। অবিলম্বে তাঁদের মন থেকে এই ভ্রান্ত ধারণা দূর করতে হবে’।
তিনি আরও বলেন, ‘যে কোন ব্যক্তি এই মারণ রোগ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। তাই টিকা না নিলে, এই রোগকে শেষ করা অসম্ভব হয়ে পড়বে। তবে টিকা নিলে আমরা সুপার স্প্রেডার হয়ে উঠি। সেই কারণেই আমি সকলকে টিকা নেওয়ার জন্য অনুরোধ করছি’।