চাকরি চাইনা, মুসলিমদের বাচ্চা নেওয়া থেকে কেউ আটকাতে পারবেনাঃ সাংসদ বদরুদ্দিন আজমল

বাংলা হান্ট ডেস্কঃ জন বিস্ফোরণ ঘটছে ভারতে। রোজ রোজ বেড়ে যাওয়া জনসংখ্যা এখন থেকেই ভাবাচ্ছে ভারত সরকার এবং ভারতের নাগরিকদের। এভাবে জন সংখ্যা বৃদ্ধি হতে থাকলে কয়েক দশক পর ভারতে বেকারত্ব, অপুষ্টি এবং দারিদ্রতা আরও বৃদ্ধি পাবে বলে মত বিশেষজ্ঞদের। আর এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য অভিনব পন্থা অবলম্বন করেছে অসমের বিজেপি সরকার। অসম মন্ত্রীমণ্ডল সিদ্ধান্ত নেয় যে, জানুয়ারি ২০২১ এর পর দুইয়ের অধিক সন্তান থাকা ব্যাক্তিকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হবে। অসমে ক্যাবিনেট বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

badruddin

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal) এর জনসম্পর্ক প্রকোষ্ঠ দ্বারা জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিবারের মান অনুযায়ী ১লা জানুয়ারি ২০২১ থেকে দুইয়ের অধিক সন্তান থাকলে সরকারি চাকরি দেওয়া হবেনা। এই নতুন নিয়ম শুধু সরকারি চাকরি দেওয়ার সময় পালন করা হবেনা, এই নিয়ম সরকারি চাকরির অন্তিম দিন পর্যন্ত পালন করতে হবে। চাকরির শেষ দিন পর্যন্ত মাথায় রাখতে হবে যে, চাকরিজীবীর যেন দুইয়ের অধিক সন্তান না থাকে।

badruddin 1

এবার অসম সরকারের এই নিয়মের বিরোধিতায় নামল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি। অসমের এই পার্টির নেতা তথা সাংসদ বদরুদ্দিন আজমল (Badruddin Ajmal) পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, মুসলিমরা কোনমতেই বাচ্চা নেওয়া বন্ধ করবে না। উনি বলেন, ‘আমার ধর্ম বিশ্বাস করে যে পৃথিবীতে যার আসার কথা সে আসবেই। কেউ তাঁকে রুখতে পারবে না। আমিও ব্যক্তিগতভাবে সেটাই মনে করি।”

badruddin Azmal

অসম সরকারের এই নিয়মের বিরোধিতা করে সাংসদ বদরুদ্দিন আজমল বলেন,  ‘এই আইনে মুসলিমদের সন্তানের জন্ম দেওয়া বন্ধ করতে পারবে না। কিন্তু পরিবেশের ক্ষতি করবে। বাচ্চা জন্ম দেওয়ার জন্য যা করার মুসলিমরা করে যাবে। পরে সরকার যেন না বলে যে আমাদের আরও বাচ্চা লাগবে। সরকার মুসলিমদের উপরে শাসন করতে পারবে কিন্তু পরিবেশের সঙ্গে লড়াই করতে পারবে না।”

 


Koushik Dutta

সম্পর্কিত খবর