UCC নিয়ে ভাইরাল মওলানার মন্তব্য! ‘মুসলিমদের চিন্তার কোনও কারণই নেই’ দাবি তাঁর

বাংলা হান্ট ডেস্ক : এক দেশ এক আইন নিয়ে এই মুহুর্তে উত্তাল জাতীয় রাজনীতি। আইন কমিশন ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) নিয়ে ধর্মীয় সংগঠন এবং জনগণের রায় নেওয়া শুরু করেছে। এরই মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও এই বিষয়ে সওয়াল করতে শুরু করেছেন। অন্যদিকে, কংগ্রেস (Indian National Congress), এসপি, ডিএমকে এবং টিএমসি (Trinamool Congress)সহ অন্যান্য বিরোধী দলগুলি ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এইআইনের চরম বিরোধিতা শুরু করেছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মাওলানার একটি ভিডিও।

এই ভিডিওতে দেখা যাচ্ছে ওই মওলানা মুসলমানদের ইউসিসি নিয়ে চিন্তা না করার কথা বলছেন। ভিডিওতে তিনি বলেন, ‘বিহারে ছট পালিত হয়। যে বিহারের নয় সে ছট সম্পর্কে জানে না। কত ধরনের ক্যালেন্ডার আছে তা জানে না। পূজার পদ্ধতি ভিন্ন। খাওয়া, পান, হাসি-কান্না ভিন্ন। দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতের সব কিছু আলাদা। এই পরিস্থিতিতে তারাও চিন্তিত হবে, তাহলে মুসলিমরা চিন্তিত কেন?

মাওলানা বলেন, ‘আসাম ও গুজরাটের সংস্কৃতি আলাদা। একটি ডান হাতে আর অন্যটি বাম হাতে। কারও প্রতি প্রতিক্রিয়া জানাতে হলে সেই জিনিসটি সামনে থাকা উচিত। এখন পর্যন্ত কী হবে তাও জানা যায়নি। ইউনিফর্ম সিভিল কোডের প্রকৃতি কী রকম? এটি কী ধরনের আইন হবে? তা এখনও কেউ জানে না। অযৌক্তিক বিতর্ক তৈরি করা হয়েছিল। সকল মানুষকে হয়রানি করা হয়েছিল। অপেক্ষা করুন এবং প্রতিক্রিয়া জানাতে তাড়াহুড়ো করবেন না। নিজেকে নিরাপদ রাখুন এবং আতঙ্কিত হবেন না।’

তিনি আরও বলেন, সময় আসবে, দেখা যাক না তারা কী করে। তাদের মধ্যেও অনেক পার্থক্য আছে, তাই দেখা যাক কিভাবে সরকার এটা সমাধান করে। মুসলিমদের মত উত্তরাধিকার আইন তাদেরও আছে। একইভাবে উত্তরাধিকার আইন আছে। পার্সি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধদেরও।’

মাওলানা বলেন, ‘ইউসিসি আনার দুটি উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হল আপনাকে অস্থির করে তোলা। আপনি অস্থির হয়ে লোক জড়ো করবেন। বিক্ষোভ দেখাবেন। যদি আমরা তা করি তাহলে সবার চোখে আমরা ছোট হয়ে যাব। দ্বিতীয় উদ্দেশ্য হল, এমন পরিস্থিতি তৈরি করা, যেখানে অন্য লোকেরা জড়ো হয়ে বলতে শুরু করবে যে মুসলমানরা অনেক বেশি সুবিধা পেয়ে ছিল।

তিনি আরও বলেন, ‘যখনই আপনি কোনো বিষয়ে প্রতিক্রিয়া দেখান, মনে রাখবেন যে অন্য কারো পছন্দের প্রোগ্রামের অংশ হয়ে যাবেন না। তাই যা করবেন ভেবে চিন্তে করুন।’ মাওলানার ভাইরাল এই ভিডিওটি শেয়ার করেছেন কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সভাপতি ইমরান প্রতাপগড়ীও।

Sudipto

সম্পর্কিত খবর