সাম্প্রদায়িক সম্প্রীতির কাশী, হিন্দু দর্শনার্থীদের মাথায় পুস্পবৃষ্টি করে ওঁ নমঃ শিবায় শ্লোগান দিলেন মুসলিমরা

বাংলাহান্ট ডেস্কঃ মহাশিবরাত্রিতে (mahashivaratri) ধর্ম এবং আধ্যাত্মিকতার কাশীতে (banaras) সাম্প্রদায়িক সম্প্রীতির এক নজির গড়ে উঠল। সেখানে কাশী বিশ্বনাথ দর্শনে আগত ভক্তদের মাথায় পুস্পবৃষ্টি করে ‘ওঁ নমঃ শিবায়’ শ্লোগান দিল মুসলিম সম্প্রদায়ের মানুষজন। ভগবান দর্শনে আগত লাইনে দাঁড়িয়ে থাকা হিন্দু দর্শনার্থীদের মাথায় ‘ওঁ নমঃ শিবায়’ শ্লোগান দিয়ে পুস্পবৃষ্টি করল মুসলিম পুরুষ মহিলারা।

কাশীতে সাম্প্রদায়িক সম্প্রীতির এই নজির গোটা দেশবাসীর কাছে এক বার্তা পৌঁছে দিল। সকল মানুষই সমান, মানুষের মধ্যে কোন ভেদাভেদ নেই। দেওয়ালি, ইদ, মহরম, মহাশিরাত্রি সব একই সঙ্গে সকলে মিলে পালন করতে হয়। ভারতের প্রতিটি নাগরিক এক এবং তাঁরা সকল ধর্মকে সমানভাবে সম্মান করে।

Banaras

মহাশিবরাত্রিতে গডুলিয়া থেকে কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকা সমস্ত কাশী বিশ্বনাথ দর্শনার্থীদের মাথায় পুস্পবৃষ্টি করে ‘ওঁ নমঃ শিবায়’ শ্লোগান দিল এই মুসলিম সম্প্রদায়ের লোকেরা। এইভাবে তাঁরা গঙ্গা-যমুনি তেহজিবের পরম্পরা বজায় রাখলেন। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে থেকে তাঁরা এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন প্রতিটি ভারতবাসীর মনে।

পুস্পবৃষ্টিকারীদের মধ্যে থেকে মোহাম্মদ আসিফ জানান, ‘ভারতের প্রতিটি নাগরিক সকল ধর্মের সম্মান করে। এই ছবির মাধ্যমে গোটা দেশের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, ভারতে সকল ধর্ম সমান এবং সকলে মিলে তা পালন করা হয়। সেই কারণেই আজকের দিনে কাশী থেকে এমন এক সম্প্রীতির চিত্র ফুটে উঠেছে’। এই একই কথা বললেন সেখানে উপস্থিত অপর এক মুসলিম ব্যক্তিরাও। তাঁরা এই কাজ করে অত্যন্ত আনন্দিত।

Smita Hari

সম্পর্কিত খবর