রামনবমীর মিছিলে অংশ নিচ্ছেন মুসলিমরাও! বিশ্ব হিন্দু পরিষদ বলল, ‘সব লোকই আসতে পারে’

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ৬ এপ্রিল রামনবমী (Ram Navami)। বর্তমানে জোরকদমে তোরজোড় চলছে। এই আবহে সামনে এল বড় খবর! একদিকে মোথাবাড়ির ঘটনায় যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন জানা গেল, রামনবমীর মিছিলে অংশ নিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষরাও। বিশ্ব হিন্দু পরিষদের (Vishva Hindu Parishad) তরফ থেকেও তাঁদের ‘স্বাগত’ জানানো হয়েছে। ভিএইচপি স্পষ্ট জানিয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষরাও এই শোভাযাত্রায় অংশ নিতে পারেন।

জল, সরবরত, মিষ্টিমুখের পরিকল্পনা করা হচ্ছে (Ram Navami)!

আটকোশী মুসলিম কমিটির তরফ থেকে সম্প্রতি এই বার্তা এসেছে। সম্পাদক আসিফ হোসেন বলেন, ‘আমাদের মালদহের মাটি সম্প্রীতির মাটি। এখানে কোনও সাম্প্রদায়িক শক্তি দানা বাঁধতে পারবে না। আমরা এই বিষয়ে নিশ্চিত। আমাদের কমিটির তরফ থেকে প্রত্যেক বছরই রাম নবমীর মিছিলে অংশগ্রহণ করা হয়। মিছিল এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা হয়। এই বছরও আমরা করব’।

রামনবমীর (Ram Navami) প্রাক্কালে সামগ্রিক রূপরেখা তৈরি করতে বৃহস্পতিবার একটি বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন আটকোশী মুসলিম কমিটির সম্পাদক। আসিফ বলেন, সেখানেই ঠিক করা হবে চূড়ান্ত প্রস্তুতি কেমন হতে চলেছে। তাঁর কথায়, ‘আমাদের তরফ থেকে মিছিলে জল, সরবত কী কী দেওয়া হবে সব ঠিক করা হবে। মিছিলে পুষ্পবৃষ্টির ভাবনাচিন্তা রয়েছে। মিষ্টিমুখ করানো যায় কিনা সেই চেষ্টাও থাকছে’।

আরও পড়ুনঃ বাতিল ২৬,০০০ চাকরি! SSC মামলায় ১২% সুদ সহ ৯ বছরের বেতন ফেরাতে হবে কাদের? জানাল সুপ্রিম কোর্ট

মুসলিম সম্প্রদায়ের এই উদ্যোগকে ‘স্বাগত’ জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। তারা স্পষ্ট জানিয়েছে, মুসলিমরাও শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেন। ভিএইচপির মালদহ শাখার সম্পাদক তাপস সুকুলের কথায়, ‘রামনবমী কি কারোর একার! সব লোকই আসতে পারে’।

Ram Navami 2025

অন্যদিকে রাম নবমী উদযাপন কমিটির সম্পাদক কাজল গোস্বামী বলেন, ‘আমরা সকল নিয়ম মেনেই মিছিল করছি। আমাদের জেলায় মোথাবাড়ির ঘটনাকে কেন্দ্র করে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত উত্তেজনা তৈরির চেষ্টা করছে, তাঁদের কোনও প্রভাব আমাদের ওপর পড়েনি, পড়বেও না। আমাদের প্রতি সব ধর্মের সব বর্ণের মানুষের সমর্থন থাকে, এবারও থাকবে’।

এদিকে রামনবমীর (Ram Navami) আবহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সেই কারণে ইতিমধ্যেই ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল সকল পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X