দিল্লীতে রেস্তোরাঁর বাইরে লিখতে হবে মাংস ঝটকা না হালাল?

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর রেস্তোরাঁ গুলোর জন্য এখন থেকে এই নিয়ম আবশ্যক হতে চলেছে। গ্রাহকদের জানানোর জন্য রেস্তোরাঁর বাইরে মাংস হালাল না ঝটকা সেটা লেখা বাধ্যকতামূলক হবে। এই বিষয়ে দক্ষিণ দিল্লী নগর নিগমের (MCD) স্ট্যান্ডিং কমিটি একটি প্রস্তাব পাশ করেছে। খুব শীঘ্রই এই প্রস্তাবটিকে সদনে পাঠানো হবে। সদনে পাশ হওয়ার পর এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হবে। যদিও এখনো এই কাজে এক থেকে দুই মাস সময় লাগবে।

দক্ষিণ MCD এর নেতা নরেন্দ্র চাওলা বলেন, অনেকেই হালাল আর ঝটকা নিয়ে আপত্তি জাহির করে। কেউ ঝটকা পছন্দ করেন আবার কেউ হালাল। আর এদের জানার অধিকার আছে যে, ওঁরা যেটা খাচ্ছে সেটা হালাল না ঝটকা? শিখ সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছেন। তাঁদের মধ্যে নিয়ম আছে যে, হালাল মাংস খাওয়া যাবে না। এরমধ্যে কিছুই বিতর্ক নেই। এটা মানুষের মৌলিক অধিকার যে তারা কি খাচ্ছে সেটার বিষয়ে জানা। আপাতত এই নিয়ম স্ট্যান্ডিং কমিটিতে পাশ হয়ে গিয়েছে। আশাকরি সদন থেকে পাশ হওয়ার পর নোটিফিকেশন জারি করা হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর