বাংলা হান্ট ডেস্ক : ভ্রমণ পিপাসু বাঙালির হাতের কাছে সমুদ্র বলতেই মনে আসে একটাই নাম তা হল দিঘা (Digha)। কিন্তু মাসের শেষে পকেট এমনিতেই গড়ের মাঠ। বাজেটের কথা ভাবে দিঘায় (Digha) ঘুরতে যাওয়ার আগেও দুবার ভাবতে হয় মধ্যবিত্ত বাঙালিদের। কিন্তু আর কোনো চিন্তা নেই, এবার সপ্তাহের শেষে হোক কিংবা বছরের অন্য কোনো সময় একেবারে জলের দামে (Cheapest Trip) ঘুরে আসতে পারবেন দিঘা (Digha) থেকে।
মাত্র ৪৫ টাকায় দিঘা (Digha) ভ্রমণ
আর তার জন্য খরচ হবে মাত্র ৪৫ টাকা (45 Rupees) । শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এবার কলকাতা থেকেই মাত্র ৪৫ টাকা খরচ করে খুব সহজে পৌঁছে যেতে পারবেন দিঘা। বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে দিঘা এখন অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এই সৈকত শহরে সপ্তাহের শেষে পর্যটকদের (Tourist) ভিড় থাকে চোখে পড়ার মতো।
আর এই বর্ষায় দিঘার সমুদ্র হয়ে ওঠে ভয়ংকর সুন্দর। তাই আর দেরি না করে এই জন্মাষ্টমির আগেই সপ্তাহান্তের ছুটিতে টুক করে ঘুরে আসুন পছন্দের শহর দিঘা থেকে। সরকারি উদ্যোগে দিঘা এখন সেজে উঠেছে নতুন করে। ভোল বদলের পর দিঘা এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। তাই শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা দিঘাই এখন বাঙালির কাছে গোয়া হয়ে উঠেছে।
তাই এই ভরা বর্ষায় উইকেন্ড কাটাতে দিঘা ঘুরতে যাওয়ার সুযোগ মিস করবেন না কেউ। কিন্তু আপনি নিশ্চয়ই ভাবছেন মাত্র ৪৫ টাকায় দিঘা যাওয়া সম্ভব কি করে? তাহলে আজ আপনার জন্য এই প্রতিবেদনে থাকছে কম খরচে দীঘা যাওয়ার ট্রেন রুট। হাওড়া থেকে দিঘাগামী কোন লোকাল ট্রেন নেই ঠিকই। তবে হাওড়া থেকে লোকাল ট্রেনের চেপে মেচেদা কিংবা পাঁশকুড়া স্টেশনে নেমে সহজেই ওঠা যাবে দিঘাগামী লোকাল ট্রেনে।
আরও পড়ুন : দুর্গাপুজোয় মাটি দেব না! RG Kar-এর তরুণী হত্যায়, অভিনব প্রতিবাদ সোনাগাছির
হাওড়া থেকে মেচেদা স্টেশন আসার জন্য লোকাল ট্রেনের ভাড়া ১৫ টাকা। আর মেচেদা থেকে দিঘাগামী লোকাল ট্রেনের ভাড়া মাত্র ৩০ টাকা। এইভাবে মাত্র ৪৫ টাকা খরচ করেই উইকেন্ডে ঘুরতে আসতে পারবেন সৈকত সুন্দরী দিঘায়। এখানে বলে রাখি প্রত্যেকদিন মেচেদা থেকে দিঘাগামী লোকাল ট্রেন ছাড়ে ৮:০২ মিনিটে।
মেচেদা থেকে দীঘা যেতে সময় লাগে মোটামুটি পাঁচ ঘণ্টার একটু বেশি। একইভাবে ফেরার সময়ও লোকাল ট্রেনেই মেচেদা থেকে হাওড়া ফেরা যায় ৪৫ টাকাতেই। অর্থাৎ ১০০ টাকাও লাগছে না। মাত্র ৯০ টাকা খরচ করেই লোকাল ট্রেনে চেপে হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে দিঘা। আর এইভাবেই মাসের শেষে দিঘা ঘুরতে গেলেও অনেকটাই টাকা সাশ্রয় হবে।