গ্রাহকদের জন্য সুখবর! এবার অনেকটাই সস্তা হল সর্ষের তেল, দাম কমেছে সয়াবিনেরও

বাংলা হান্ট ডেস্ক: ক্রমশ বাড়তে থাকা দামের পর এবার গ্রাহকদের কিছুটা স্বস্তি দিয়ে নিম্নমুখী হল ভোজ্য তেলের দাম। এমনিতেই ঊর্ধ্বমুখী গ্যাসের দামের কারণে কার্যত আগুন লেগেছে মধ্যবিত্তদের হেঁসেলে। সেই আবহেই রান্নার তেলের দাম কমায় খানিকটা স্বস্তি মিলবেই। এমনিতেই গত বছরের তুলনায় এবার বিদেশি তেলের থেকে সর্ষের তেল সস্তা হয়েছে।

কারণ, এর আগে সর্ষের চেয়ে আমদানি করা তেলের দাম কম থাকত। তবে চলতি বছর পরিস্থিতি কিছুটা পাল্টে গিয়েছে। আর এই কারণেই আমদানি করা তেলের দাম এখন অনেক বেশি। এদিকে, ইন্দোনেশিয়ায় ভোজ্য তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বেড়েছে। আর তার সাথে রয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের প্রভাবও।

এই পরিস্থিতিতে চলতি বছরে বিদেশি ভোজ্যতেলের দাম গত বছরের তুলনায় প্রায় ২৫-৩০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল। এদিকে, গত সপ্তাহেই প্রতি কুইন্টালে ১৫০ টাকা কমে গিয়েছে সর্ষের দাম। আপাতত এটির দাম দাঁড়িয়েছে প্রতি কুইন্টালে ৭৭১৫ টাকার কাছাকাছি। পাশাপাশি, সর্ষে দাদরি তেলের দাম কুইন্টালে ৪০০ টাকা সস্তা হয়েছে। এর জেরে এখন এর দাম কুইন্টাল প্রতি দাঁড়িয়েছে ১৫,৪০০ টাকায়।

শুধু তাই নয়, সর্ষে পাকা ঘানি এবং কাচ্চি ঘানি তেলের দামও আগের তুলনায় ৬০ টাকা করে কমেছে। এর জেরে ১৫ কেজি ওজনের টিনের দাম হয়েছে যথাক্রমে ২৫০০ টাকা ও ২৫৭০ টাকা। তবে, শুধু সর্ষেই নয় তার সাথে পাল্লা দিয়ে সয়াবিন দানা এবং খুচরো সয়াবিন আগের তুলনায় প্রায় ৫০ টাকা সস্তা হয়েছে।

এদিকে, সয়াবিন তেলের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। সয়াবিন দিল্লি, সয়াবিন ডেগাম এবং ইন্দোরের দাম যথাক্রমে ৭২০ টাকা, ৬৫০ টাকা এবং ৭০০ টাকা সস্তা হয়েছে। এর ফলে এগুলির দাম যথাক্রমে প্রতি কুইন্টালে পৌঁছেছে ১৭০৫০ টাকা, ১৫৫৫০ টাকা এবং ১৬৫০০ টাকায়।

এমতাবস্থায়, অপরিশোধিত পাম তেলও ৬০০ টাকা সস্তা হয়ে কুইন্টাল প্রতি ১৫২০০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। ইতিমধ্যেই তুলা বীজ তেলের দাম ৬৫০ টাকা কমে প্রতি কুইন্টালে ১৫৭৫০ টাকা হয়েছে। এছাড়াও, পামোলিন কান্ডলার দাম ৫০০ টাকা কমে প্রতি কুইন্টালে ১৫৬০০ টাকা হয়েছে এবং পামোলিন দিল্লির দামও ৬৫০ টাকা কমে প্রতি কুইন্টালে ১৬৭৫০ টাকায় দাঁড়িয়েছে।

oil 1 1

সস্তা হয়েছে, চিনাবাদাম তেল এবং তৈলবীজের দামও। সাম্প্রতিক পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গ্রাউন্ডনাট সলভেন্ট রিফাইন্ডের দাম ৬০ টাকা কমে ২৬৭৫ থেকে ২৮৬৫ টাকার মধ্যে রয়েছে। এছাড়াও, চিনাবাদাম বীজ ২০০ টাকা এবং গুজরাটের চিনাবাদাম তেল ৫৫০ টাকা কমে যথাক্রমে প্রতি কুইন্টালে ৬৯৬০ থেকে ৭০৯৫ টাকা এবং ১৬০০০ টাকা হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর