সর্বনাশ! সর্ষের তেল কিনতে গিয়েই পকেট ফাঁকা আম আদমির! হঠাৎ হলটা কী? দেখুন, কবে কমবে দাম

বাংলাহান্ট ডেস্ক : দিল্লির সরকার গত ১৪ ই সেপ্টেম্বর থেকে মৌলিক শুল্ক বা বেসিক কাস্টম ডিউটি বৃদ্ধি করেছে বিভিন্ন ভোজ্য তেলের। যার ফলে খুচর বাজারে ব্যাপকভাবে বেড়েছে ভোজ্য তেলের দাম। প্রতি লিটারে কমপক্ষে ২০ থেকে ৩০ টাকা দাম বেড়েছে সর্ষের তেল (Mustard Oil) সহ বিভিন্ন ভোজ্য তেলের (Edible Oil)।

হু হু করে বাড়ছে সর্ষের তেলের (Mustard Oil) দাম :

অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত তেল এবং অপরিশোধিত সূর্যমুখী তেলের বেসিক কাস্টম ডিউটি বেড়ে হয়েছে ২০ শতাংশ। বর্তমানে ২৭.৫ শতাংশ শুল্ক রয়েছে অপরিশোধিত তেলের উপর। আবার ১২.৫ শতাংশ থেকে বেড়ে ৩২.৫ শতাংশ হয়েছে  পরিশোধিত তেল, সূর্যমুখী তেল এবং পরিশোধিত সয়াবিন তেলের মৌলিক শুল্ক।

mustard oil

অন্যান্য তেলের পাশাপাশি বাজারে হু হু করে বৃদ্ধি পাচ্ছে সর্ষের তেলের (Mustard Oil) দাম। ১৫৫ টাকা লিটার দামে পাইকারি সর্ষের তেল বিক্রি হচ্ছে পোস্তা বাজারে। খুচর বাজারে সেই সর্ষের তেল বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকা লিটারে। ১২০ টাকা লিটারে পাম অয়েল বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। পাইকারি বাজারে সূর্যমুখী তেল ১১৮ টাকা লিটার ও সয়াবিন তেল ১২০ টাকা লিটারে বিক্রি হচ্ছে।

আরোও পড়ুন : বিরতি কাটিয়ে স্টার জলসায় ফিরছেন ‘খড়কুটো’ অভিনেতা! আসছে কোন মেগা?

সর্ষের তেলের (Mustard Oil) দাম বৃদ্ধি প্রসঙ্গে পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ আগরওয়াল জানাচ্ছেন, অন্যান্য তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে সর্ষের তেলের দামে। যেহেতু বাংলায় সর্ষের তেলের চাহিদা বেশি সেহেতু ব্যাপকভাবে দাম বৃদ্ধি (Price Hike) পাচ্ছে। ব্যবহার ও চাহিদা বেশি থাকায় কোম্পানিগুলি দাম বৃদ্ধি করছে।

আরোও পড়ুন : রাজ্যে প্রথম ১১২ ফুটের দুর্গা মূর্তি বানাচ্ছে এই ক্লাব, অনুমতি নেই! হাই কোর্টে হল মামলা

কবে নাগাদ দাম কমতে পারে সর্ষের তেলের (Mustard Oil) দাম? এই বিষয়ে বলতে গিয়ে একটি সংবাদ মাধ্যমকে বিশ্বনাথ আগরওয়াল বলেছেন, ‘সর্ষের তেল বাংলায় অন্য রাজ্য থেকে বেশিটাই আসে। আর বাকি ভোজ্যতেল আসে দেশের বাইরে থেকে। তাই এখন তেলের দাম একটু বেশি রয়েছে। তেল সংস্থাগুলির কাছে স্টকও কম রয়েছে।

Mustard Oil

 

জানা গিয়েছে, স্টক বাড়লেই দাম কিছুটা কমতে পারে। অক্টোবর মাসে সর্ষের তেলেরও দাম লিটারে ১০ থেকে ২০ টাকা কমতে পারে। তবে সরকারের পক্ষ থেকে কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে উৎসবের মরশুমে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ানোর। সরকারের আশ্বাস এই সময়টাতে নিয়ন্ত্রণেই থাকবে দাম।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর