‘UCC আগে হিন্দুদের উপর লাগু করুন!’, মোদিকে চ্যালেঞ্জ স্ট্যালিনের

বাংলা হান্ট ডেস্ক : মঙ্গলবার ভোপালের সভা থেকে অভিন্ন দেওয়ানি বিধি তথা ইউনিফর্ম সিভিল কোডের (Uniform Civil Code) পক্ষে চড়া সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বলেছিলেন, ‘এক দেশে কখনও দুটো আইন চলতে পারে? একই পরিবারের সদস্যদের জন্য কি কখনও পৃথক নিয়ম বলবৎ হয়?’ এদিন সর্বভারতীয় বিজেপি ‘মেরা বুথ, সবসে মজবুত’ কর্মসূচির আয়োজন করেছিল। মধ্যপ্রদেশে ভোট আসছে। এদিন সেখান থেকেই প্রধানমন্ত্রী বলেন, ‘এক দেশে কীভাবে দু’টি আইন চলতে পারে?’

এরপরই অভিন্ন দেওয়ানি বিধির বিপক্ষে সুর চড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তিনি বলেন, মন্দিরে সমস্ত শ্রেণীর মানুষের প্রবেশের অনুমতি থাকা চাই। সমস্ত জনজাতিরও দেশের মন্দিরে পুজো করার অনুমতি দেওয়া উচিত। ভারতের জন্য অভিন্ন দেওয়ানি বিধি এই জন্য দরকার নেই কারণ সংবিধান ভারতের সমস্ত ধর্মকে সমান অধিকার দিয়েছে।

অন্যদিকে, বুধবার টুইট করে মোদিকে পাল্টা বিঁধলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। টুইটে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীকে আগে বুঝতে হবে, দেশ আর পরিবার এক বিষয় নয়। পরিবারের সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক থাকে। আর দেশের মানুষের বাঁধুনির মৌলিক জায়গাটা হল সংবিধান।’

ucc

এখানেই থামেননি চিদম্বরম। প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, “পরিবারের সদস্যদের মধ্যেও বৈচিত্র থাকে। আর দেশের মানুষের উপর কখনও সংখ্যাগরিষ্ঠের আধিপত্যবাদের সরকার কোনও কিছু চাপিয়ে দিতে পারে না।’

অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হল ভারতে নাগরিকদের ব্যক্তিগত বিষয়ে অভিন্ন আইন। যা জাত, ধর্ম নির্বিশেষে সব নাগরিকের উপর সমানভাবে প্রযোজ্য হবে। বর্তমানে, বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন চালু আছে যা তাদের ধর্মীয় বিধান দ্বারা পরিচালিত হয়। বিয়ে, বিবাহ বিচ্ছেদ, দত্তক নেওয়া, ভরণপোষণের বিষয়গুলি ব্যক্তিগত আইনের আওয়ায় পড়ে। এই ব্যাপারে আদালতও হস্তক্ষেপ করতে পারে না। গতকাল মোদি তিন তালাক নিয়েও সরব হয়েছিলেন।

চব্বিশের ভোটের আগে অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী। যা নিয়ে গতকাল থেকেই জাতীয় রাজনীতিতে মন্থন শুরু হয়েছে। পর্যবেক্ষকদের অনেকের মতে, মেরুকরণকে তীব্র করতেই ইউনিভার্সাল সিভিল কোডের প্রসঙ্গ তুলেছেন মোদি। চিদম্বরম বলেছেন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, আর্থিক অধোগতি–এসব ঢাকতেই এখন নতুন মোড়কে অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ তুলেছেন প্রধানমন্ত্রী।

Sudipto

সম্পর্কিত খবর