বাংলাহান্ট ডেস্ক : অনেকেই রয়েছেন যারা নিশ্চিত বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেন ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমকে। এই ধরনের স্কিমে বিনিয়োগ করলে পাওয়া যায় নিশ্চিত রিটার্ন। তবে মিউচুয়াল ফান্ড কিন্তু সেই পথে হাঁটে না। তবে ভালো মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করলে আপনি অন্যান্য স্কিমের থেকে দ্বিগুণ বেশি রিটার্ন পেতে পারেন।
মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) নির্দিষ্ট সময় পর কত টাকা রিটার্ন পেতে পারেন সেই হিসাবটা দেখে নেওয়া যাক।
তবে এমন অনেক মিউচুয়াল ফান্ড (Mutual Fund) রয়েছে যেখানে বিনিয়োগ করলে আপনার ক্ষতির সম্ভাবনাই বেশি। যারা দীর্ঘমেয়াদী প্ল্যানে বিনিয়োগ করতে চান ও মোটা রিটার্ন চান তাদের পক্ষে মিউচুয়াল ফান্ড আদর্শ। এবার ধরে নিন আপনি মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) ১ লক্ষ টাকা বিনিয়োগ (Investment) করবেন।
আরোও পড়ুন : সপ্তাহে চলবে না বহু ট্রেন! মাথায় হাত শিয়ালদা রুটের যাত্রীদের, প্রকাশ্যে এল এক ‘চক্রান্তে’র গন্ধ
ব্যাংক বা পোস্ট অফিসের মতো মিউচুয়াল ফান্ডে নির্দিষ্ট করে রিটার্নের অঙ্ক কষা কঠিন। তবে ভালো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে বার্ষিক ১২ থেকে ১৫ শতাংশ রিটার্ন আসতে পারে। ধরে নিন আপনি একটি মিউচুয়াল ফান্ডে এক লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। সেখানে যদি বার্ষিক ১২ শতাংশ করে রিটার্ন পান তাহলে পাঁচ বছর পর আপনি পাবেন মোট ১,৭৬,২৩৪ টাকা।
বার্ষিক রিটার্ন ১৫ শতাংশ হলে আপনি পাবেন মোট ২,০১,১৩৬ টাকা। এবার আসা যাক দীর্ঘমেয়াদি বিনিয়োগে। দশ বছরের জন্য যদি এক লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে বার্ষিক ১২ শতাংশ রিটার্ন পেলে আপনি দশ বছর পর ফেরত পাবেন মোট ৩,১০,৫৮৫ টাকা। একইভাবে ১০ বছরের জন্য যদি আপনি ১৫% বার্ষিক রিটার্ন পান তাহলে মোট পাবেন ৪,০৪,৫৫৬ টাকা।