Lumpsum নাকি SIP? জানেন কোন পদ্ধতিতে বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি?

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে ক্রমাগত জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে মিউচুয়াল ফান্ডের (Mutual Fund)। মধ্যবিত্ত বিনিয়োগকারীরাও আজকাল বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন বিভিন্ন মিউচুয়াল ফান্ডকে। তবে আর্থিক বিশেষজ্ঞরা বলে থাকেন, সঠিক পদ্ধতি অবলম্বন করে বিনিয়োগ করা উচিত মিউচুয়াল ফান্ডে।

ভালো ও নিশ্চিত রিটার্নের জন্য বিনিয়োগকারীকে জানতে হবে সঠিক বিনিয়োগ (Investment) পদ্ধতি। মূলত দুটি উপায়ে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করতে পারেন। একটি হল ‘লাম্পসাম’ (Lumpsum) বিনিয়োগ ও অপরটি ‘সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি’ (SIP)।

আরোও পড়ুন : মোদীই শেষ কথা! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে যা বললেন শিন্ডে…

এককালীন মোটা অংকের অর্থ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাকে বলা হয় ‘লাম্পসাম’ বিনিয়োগ। অপরদিকে নির্দিষ্ট সময় অন্তর কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের নাম  ‘সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি’। তবে এই দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য রয়েছে অনেক। আজকের প্রতিবেদনে জেনে নেব সেই সংক্রান্ত বিষয়ে।

মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) ‘লাম্পসাম’ নাকি ‘এসআইপি’ ?

একসাথে মোটা অংকের টাকা বিনিয়োগ করতে হয় ‘লাম্পসাম’ ক্ষেত্রে, তবে আপনি নির্দিষ্ট সময় অন্তর অল্প পরিমাণ করে টাকা বিনিয়োগ করতে পারেন ‘এসআইপি’তে।  ‘লাম্পসাম’ ক্ষেত্রে বিনিয়োগে থাকে মাঝারি থেকে উচ্চ পরিমাণ ঝুঁকি। ‘এসআইপি’তে কম থেকে মাঝারি ঝুঁকি থাকে বিনিয়োগকারীর। স্বল্প মেয়াদী টার্গেটে বিনিয়োগ করতে হয় লাম্পসামে। দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য বিনিয়োগকারীদের জন্য আদর্শ SIP। আবার বাজারের ওঠা-নামার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল  ‘লাম্পসাম’। তবে SIP শুধুমাত্র বাইরের উত্থান-পতনের উপর নির্ভর করে না।

List of top five Mutual Fund

লাম্পসাম বিনিয়োগে খরচের পরিমাণ অনেকটাই বেশি। তবে মাসিক কিস্তিতে টাকা দিতে হয় বলে খরচ অনেকটাই কম হয় এসআইপিতে বিনিয়োগ করলে। লাম্পসাম ভালো কাজ করতে পারে বুলিশ বাজারে। তবে এসআইপি ভালো কাজ করে বাজারে পরিস্থিতি টালমাটাল থাকলে। লাম্পসাম বিনিয়োগে কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা না থাকলেও, এসআইপিতে তা আছে।

Mutual Fund

সর্বদা বিনিয়োগকারীর লক্ষ্য, আয়ের পরিমাণ ও ঝুঁকি নেওয়ার প্রবণতার উপর নির্ভর করে বিনিয়োগ করা উচিত। তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সর্বদাই ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে পলিসি সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস ভালো করে পড়ে নেওয়া উচিত। তার সাথে উচিত আর্থিক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর