বাংলাহান্ট ডেস্ক : যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে আমাদের সকলের উচিত ভবিষ্যতের জন্য সঞ্চয়ে মন দেওয়া। অনেকেই চান কম সময়ের মধ্যে মোটা টাকার ফান্ড তৈরি করতে। তবে কম সময়ের মধ্যে মোটা অংকের ফান্ড তৈরির জন্য সঠিক প্ল্যান ও সঠিক ফান্ড বাছাই করা জরুরি। যদি সঠিক নিয়ম মেনে বিনিয়োগ না করেন তাহলে লাভের বদলে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে।
মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) SIP (Systematic Investment Plan) স্কিম
৬x১২x১৫ ফর্মুলার মাধ্যমে যদি মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) SIP তে (Systematic Investment Plan) বিনিয়োগ (Investment) করেন তাহলে কম সময়ে ৩০ লাখ টাকার ফান্ড তৈরি করতে পারেন। একটি বড় অঙ্কের ফান্ড তৈরির জন্য প্রয়োজন হয় তিনটি জিনিসের। নিয়মিত সঞ্চয়, একটি ভাল বিনিয়োগ স্কিম এবং ধৈর্য মোটা অংকের ফান্ড তৈরিতে সহায়ক হয়।
আরোও পড়ুন : টাটার এই মাল্টিব্যাগার শেয়ার বিনিয়োগকারীদের করল মালামাল! আরও বাড়বে দাম, সামনে এল তথ্য
তবে এর মধ্যে ধৈর্য অত্যন্ত প্রয়োজন ভালো রিটার্ন পাওয়ার জন্য। দীর্ঘমেয়াদি সময়ের জন্য যদি মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) এসআইপিতে বিনিয়োগ করা যায় তাহলে বার্ষিক ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড এসআইপির (Systematic Investment Plan) একটি ফর্মুলা সম্পর্কে।
আরোও পড়ুন : এই একটা কারণে আচমকাই ক্যান্সেল হল ১০০ টি বন্দে ভারতের অর্ডার! কি প্ল্যান সরকারের?
এই ফর্মুলা মেনে চললে খুব সহজেই আপনারা ৩০ লক্ষ টাকার ফান্ড তৈরি করে ফেলতে পারেন। ৬x১২x১৫ ফর্মুলায় প্রতি মাসে বিনিয়োগ করতে হবে ৬০০০ টাকা করে। যেখানে বার্ষিক ১২ শতাংশ হারে রিটার্ন (Return) পাওয়া যায় সেই ফান্ডে বিনিয়োগ করতে হবে। ১৫ বছরের জন্য আপনাকে এই বিনিয়োগ করতে হবে।
এই বিনিয়োগের মাধ্যমে আপনি রিটার্ন পাবেন ৩০,২৭,৪৫৬ টাকা। বিনিয়োগের টাকা বাদ দিবে সুদ হিসাবে আপনার হাতে আসবে ১৯,৪৭,৪৫৬ টাকা। প্রতিমাসে যদি কেউ ৬০০০ টাকা করে মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) এসআইপিতে (Systematic Investment Plan) ৬x১২x১৫ ফর্মুলা মেনে বিনিয়োগ করেন, তাহলে ১৫ বছর পর অনায়াসে তৈরি করে ফেলতে পারেন ৩০ লক্ষ টাকার ফান্ড।