ব্যাঙ্ক, পোস্ট অফিস তো অনেক হল! এবার আপনার ভাগ্য বদলে দেবে TATA, লাখপতি হবেন কয়েক দিনেই

বাংলাহান্ট ডেস্ক : আমরা অনেকেই বিনিয়োগের সেরা মাধ্যম হিসেবে মনে করি ব্যাংকের বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট কিংবা রেকারিং ডিপোজিটকে। তবে এই ধরনের স্কিমগুলির থেকেও কম সময়ে বেশি রিটার্ন দেয় মিউচুয়াল ফান্ড (Mutual Fund)। অবশ্যই মিউচুয়াল ফান্ডে বিনিময় কিছুটা হলেও ঝুঁকি সাপেক্ষ। তবে কম সময়ে বেশি রিটার্ন পাওয়ার জন্য আজকাল অনেকেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন।

আমাদের শেয়ারবাজারে অসংখ্য মিউচুয়াল ফান্ড উপলব্ধ। তবে আজ আমরা টাটার এমন একটি ফান্ড সম্পর্কে আলোচনা করছি যেখানে নামমাত্র বিনিয়োগে  আপনি হয়ে যেতে পারেন লাখপতি। টাটা স্মল ক্যাপ ফান্ড (Tata Small Cap Fund) রেগুলার গ্রোথ নামক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে সহজেই আপনারা লাখপতি হতে পারেন। ব্যাংক বা পোস্ট অফিসের থেকে এখানে মিলবে তিনগুণ বেশি রিটার্ন।

আরোও পড়ুন : দুঃসংবাদ! Paytm পেমেন্টস ব্যাঙ্কের পর এবার Wallet!এই নিয়ম না মানলেই কপাল পুড়বে গ্রাহকদের

টাটা স্মল ক্যাপ ফান্ড রেগুলার গ্রোথ ফান্ডটি দেশের বাজারে পাঁচ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছে। বিনিয়োগকারীরা গত এক বছরে এই ফান্ড থেকে ৪৪% রিটার্ন পেয়েছেন। পাঁচ বছরে রিটার্ন পেয়েছেন ২৯ শতাংশ। গত তিন বছরে রিটার্ন ২৭ শতাংশ। রিটার্নের পরিমাণ গত তিন বছরে কিছুটা কমলেও টাটা গ্রুপ লক্ষ্যমাত্রা নিয়েছে এই বছরের মধ্যে সেটি পূরণ করে নেওয়ার।

আরোও পড়ুন : রেগে লাল মমতা! এবার বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, ভয়ে কাঁপছেন সরকারি কর্মীরা

বিনিয়োগকারীকে এই প্রকল্পে বছরে নূন্যতম ৫০০০ টাকা বিনিয়োগ করতে হয়। তার সাথে নূন্যতম এক হাজার টাকা প্রতি মাসে SIP হিসাবে জমা দিতে হয়। যদিও SIP করা বিনিয়োগকারীর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। প্রতিমাসে ৭৯০ টাকা করে বিনিয়োগ করলে পাঁচ বছর পর লক্ষাধিক টাকা রিটার্নের সুযোগ থাকছে। প্রতি মাসে ৭৯০ টাকা করে বিনিয়োগ করলে, পাঁচ বছর পর মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৪৭ হাজার ৭০০ টাকা।

1644026 tata 4

তবে ২৭ শতাংশ হারে রিটার্ন পেলে পাঁচ বছর পর সেটি হবে ১ লক্ষ ৫২৮ টাকা। অর্থাৎ শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ডবলের বেশি। তাই যদি আপনারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ (Investment) করার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনাদের জন্য সেরা বিকল্প হতে পারে টাটা স্মল ক্যাপ ফান্ড রেগুলার গ্রোথ মিউচুয়াল ফান্ড স্কিমটি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর