বাংলা হান্ট ডেস্কঃ ‘দ্য কাশ্মীর ফাইলস’ ফিল্ম মুক্তির পর থেকে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার বিষয়টি আলোচনায় রয়েছে। একদিকে যেখানে বিজেপি এই সিনেমাকে সমর্থন করছে, অন্যদিকে বিরোধী দলগুলি এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। এবার, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং মেহবুবা মুফতির পিডিপি এর প্রাক্তন নেতা মুজাফফর হুসেন বেগ কাশ্মীরি পণ্ডিতদের ইস্যু এবং তাদের গণহত্যা নিয়ে মুখ খুললেন।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মুজাফফর হুসেন বেগ বলেছেন যে, “তাদের গণহত্যা স্মরণ করতে গিয়ে আমি কেঁদে ফেলেছিলাম। কাশ্মীরি পণ্ডিতদের সভ্যতার দিক থেকে দেখতে গেলে বেশি ক্ষতি হয়েছিলো। যদিও কাশ্মীরি মুসলমানদেরও ক্ষতি হয় তবে তা কম।”
প্রাক্তন পিডিপি নেতা মুজাফফর হুসেন বেগ মেহবুবা মুফতির নাম না করে তার উপর আক্রমণ করে বলেছিলেন যে, “সেই মহিলা যখন ভারতের জাতীয় পতাকা নিতে অস্বীকার করেছিলেন এবং বলেছিলেন যে তিনি তেরঙ্গার অধীনে নির্বাচনে অংশ নেবেন না, তখন আমি পিডিপি থেকে পদত্যাগ করি।”
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন যে, “মোদী সবচেয়ে ভালো কাজ করেছেন এলজি মনোজ সিনহাকে এখানে পাঠিয়ে। এখানে ওনার আসার পর থেকে সবকিছু খোলা আছে। কিছুই বন্ধ নেই।” জম্মু-কাশ্মীরের ভবিষ্যৎ যে নির্ভর করছে নরেন্দ্র মোদীর ওপর তাও জানান মুজাফফর হুসেন বেগ।
উল্লেখযোগ্যভাবে, দ্য কাশ্মীর ফাইলস 11 ই মার্চ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে 250 কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। এই ছবির পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী এবং দ্য কাশ্মীর ফাইলস-এ অভিনয় করতে দেখা গেছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশি এবং দর্শন কুমারের মতো ব্যক্তিত্বকে।