‘দুই রণবীরের কারণেই শেষ হতে বসেছিল আমার কেরিয়ার’, অতীত নিয়ে যা বললেন আয়ুষ্মান

বাংলাহান্ট ডেস্ক : টেলিভিশন (Television) অ্যাঙ্কর হিসেবে শুরু করেছিলেন কেরিয়ার। ২০১২ সালে পরিচালক  সুজিত সরকারের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন বলিজগতের (Bollywood) জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। তাঁর অভিনীত প্রথম ছবি ‘ভিকি ডোনার’ ব্যবসায়িক দিক থেকে এনেছিল সাফল্য। এমনকি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিলেন অভিনেতা।

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। সাধারণত কমেডি ছবি করতেই বেশি ভালবাসেন অভিনেতা। তাঁকে দেখা গেছে ‘বেরেলি কি বরফি’ , ‘শুভ মঙ্গল সাবধান’ , ‘আন্ধাধুন’ , ‘আর্টিকেল ১৫’ , ‘ড্রিম গার্ল’ , ‘দাম লাগাকে হাইসা’ ছবিতে কাজ করেছেন তিনি। প্রতিটি ছবি বক্স অফিসে এনেছে সাফল্য।

Ayushmann Khurrana

যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা দাবি করেছেন বলিউড জগতের দুই রণবীরের কারণেই নাকি কেরিয়ারে ক্ষতি হয়েছে তাঁর। তিনি বলেন, ‘রণবীর কাপুর যখন বলিউড দুনিয়ায় পা রাখেন তখন আমি ভেবেছিলাম এবার আমি কি করবো। ওতো এসে গেছে। আবার ২০১০-১১ সালে যখন রণবীর সিং অভিনয় জগতে আসে তখন ভাবলাম এবার হয়তো কেরিয়ার থমকে যাবে আমার। আর সে কারণেই আমি একটু অন্য ধরনের ছবির দিকে মন দিলাম’।

Ayushmann Khurrana

উল্লেখ্য, ২০০৭ সালে সঞ্জয়লীলা বনশালীর ‘সাওয়ারিয়া’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন রণবীর কাপুর। তবে বক্স অফিসে সেভাবে সারা ফেলতে পারেনি এই ছবি। কিন্তু রণবীরের অভিনয় মনে ধরে ছিল দর্শকদের। আর সে কারণেই বহু ছবির প্রস্তাব পান তিনি।

Ranbir Kapoor

অন্যদিকে ২০১০ সালে যশরাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন রণবীর সিং। ব্যবসায়িক দিক থেকে বেশ ভালই সফলতা পেয়েছিল এই ছবি। আর সে কারণেই মনে ভয় ঢুকেছিল আয়ুষ্মানের। তিনি বেছে নিয়েছিলেন একটু অন্য ধরনের ছবি।

Ranveer Singh

প্রসঙ্গত, ২০১৩ সালে নবাগত অভিনেতা এবং সেরা প্লেব্যাক গায়ক হিসেবে একসঙ্গে দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি। খুব শীঘ্রই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ‘ড্রিম গার্ল ২’। এই ছবির প্রথম পর্বে কেবলমাত্র মহিলাদের গলায় কথা বলতে শোনা গেছিল আয়ুষ্মানকে। তবে এবার তিনি পড়বেন মহিলাদের পোশাকও। প্রিয় অভিনেতাকে নতুনরূপে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

additiya

সম্পর্কিত খবর