বাংলা হান্ট নিউজ ডেস্ক: গুরুতর অভিযোগ তুললেন গত টোকিও অলিম্পিকে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেওয়া বক্সার লভলিনা বর্গাইন। তিনি সোমবার টুইট করে অভিযোগ করেছেন যে কমনওয়েলথ গেমসের জন্য তার প্রস্তুতি বাধাপ্রাপ্ত হচ্ছে কারণ তার কোচ কর্তৃপক্ষের তরফ থেকে বার বার হেনস্থার সম্মুখীন হচ্ছেন। লভলিনার টুইটের আগের দিনই রবিবার ভারতীয় বক্সিং স্কোয়াড আয়ারল্যান্ডে প্রশিক্ষণের রাতে গেমস ভিলেজে পৌঁছেছিল। কিন্তু লভলিনার ব্যক্তিগত কোচ সন্ধ্যা গুরুংকে গেমস ভিলেজে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি।।
আসন্ন কমনওয়েলথ গেমসের প্রস্তুতির সুবিধার জন্য লভলিনা নিজের ব্যক্তিগত কোচ অমিয় কোলেকারকে কমনওয়েলথ চলাকালীন নিজের সাথে রাখতে চেয়েছিলেন কিন্তু তাকে এখনও গোটা দলের সেই তালিকায় স্থান দেওয়া হয়নি। তাই টুইটারে একটি বড় পোস্ট করে নিজের যাবতীয় সমস্যার কথা সকলের সামনে তুলে ধরেছেন লভলিনা।
লভলিনা লিখেছেন, “আজ খুব দুঃখের সাথে, আমি সকলের সাথে আমার সঙ্গে ক্রমাগত ঘটে চলা হয়রানির কথা ভাগ করে নিতে চাই। যে কোচ আমাকে ট্রেনিং দিয়ে অলিম্পিক থেকে দেশের জন্য পদক জিততে সাহায্য করেছেন, তাদেরকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না যে চিন্তায় আমার প্রশিক্ষণকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। আমার আর একজন কোচ হলেন সন্ধ্যা গুরুঙ্গজি, যিনি সম্মানীয় দ্রোণাচার্য পুরস্কারও পেয়েছেন কিন্তু আমাকে তার কোচদের দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য হাত জোড় করে অনুরোধ করতে হয়েছিল। এই অগ্নিপরীক্ষার কারণে আমি মানসিকভাবে বিধস্ত বোধ করছি। আমি জানি না এরপর কিভাবে আমি কমনওয়েলথের প্রস্তুতিতে মনোযোগ দেব। আমার বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রস্তুতিও এই কারণে ক্ষতিগ্রস্থ হয়েছিল। আশা করছি আমি এই সমস্ত বিপদ কাটিয়ে উঠে এবং আমার দেশকে পদক এনে দিতে পারবো। জয় হিন্দ।”
We have urged the Indian Olympic Association to immediately arrange for the accreditation of the coach of Lovlina Borgohain. https://t.co/6GhD72cvY4
— Dept of Sports MYAS (@IndiaSports) July 25, 2022
তার এই পোস্টের পরেই নড়েচড়ে বসেছে ভারতের ক্রীড়া মন্ত্রক। তারা পরিস্থিতিটি সম্পর্কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়ে অবিলম্বে লভলিনার কোচের ভিলেজ সহ সকল জায়গায় স্বীকৃতির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছেন। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়াকে এই নিয়ে প্রশ্ন করা হলে তারা বলেছে যে স্বীকৃতি প্রক্রিয়াটি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হচ্ছে যাদের সঙ্গে তারা যোগাযোগ করেছেন এবং তারা আশা করেছে যে সমস্যাটি শীঘ্রই সমাধান করা হবে।