বাংলাহান্ট ডেস্কঃ বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে সুখবর দিলেন অভিনেতা সাংসদ দেব (dev)। ট্যুইট করে নিজেই জানালেন সেই সুখবর। রবিবার সন্ধ্যেয় তাঁর করা এই ট্যুইট দেখে খুশির জোয়ারে ভেসে গেল দেবের অনুরাগীরা। কারণ, নিজের করোনা মুক্ত হওয়ার কথা নিজেই ট্যুইট করলেন টলিউড স্টার দেব।
Speculations regarding my Corona positive is wrong as of now
Did my RT-PCR Test in the morning
Will get my report at nightThanku everyone for the Concern
One thing is sure we are on the war footing stage
Cinema,Rallies, Fair,Large Gatherings Everything can wait— Dev (@idevadhikari) January 5, 2022
গত ৫ ই জানুয়ারি এক ট্যুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেতা দেব। ট্যুইটারে দেব লিখেছিলেন, ‘ভাবার জন্য ধন্যবাদ। রিপোর্ট পেয়ে গিয়েছি। হ্যাঁ, আমি করোনা পজিটিভ, কিন্তু প্রায় কোনো উপসর্গই নেই। এখন বাড়িতেই আইসোলেশনে রয়েছি’।
অন্যদিকে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী রুক্মিনী মৈত্রও। তিনিও ট্যুইটে জানিয়েছিলেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। বাড়িতে আইসোলেশনে রয়েছি, পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে। এখন কঠিন সময়, তাই শক্ত থাকুন এবং মাস্ক পরুন। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। ধন্যবাদ’।
Did my Corona test which came Negative
Still completing my 7 days of Isolation at HomeThanku everyone for ur Love n Prayers
Wear ur Mask
![]()
Thts the only way we can fight thisTake care
— Dev (@idevadhikari) January 9, 2022
তবে এবার রবিবার সন্ধ্যের সময় এক ট্যুইট করলেন অভিনেতা সাংসদ দেব। আর তা দেখেই খুশির জোয়ারে ভেসে গেলেন তাঁর অনুরাগীরা। ঘাটালের তারকা সাংসদ ট্যুইটারে লেখেন, ‘আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে’।
সেইসঙ্গে তিনি আরও লেখেন, ‘যদিও করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে, তা সত্ত্বেও ৭ দিন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি আইসোলেশনেই থাকব। আমাকে অনেক ভালোবাসা এবং শুভকামনা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। সকলেই মাস্ক পড়ুন, নিজের যত্ন নিন। লড়াইয়ের একমাত্র পথ এটাই’। দেবের করোনা নেগেটিভ হওয়ার খবর পেয়েই আনন্দে মেতে উঠল তাঁর ভক্তকূল।