ছোটো থেকে আমার স্বপ্ন ছিল অন্য! কখনই ক্রিকেটার হতে চাই নি: সৌরভ গাঙ্গুলি।

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। কিন্তু সৌরভ গাঙ্গুলী কখনোই ক্রিকেটার হতে চাননি। তবে অন্য কোন প্রফেশনে গিয়ে তিনি কতটা সাফল্য অর্জন করতেন সেটা এখন আর কারও পক্ষে জানা সম্ভব নয়। তবে ক্রিকেটার হয়ে তিনি এক প্রকার ভালোই করেছেন। তার মত অধিনায়ক এবং অলরাউন্ডার ক্রিকেটার পেয়ে ভারতীয় দলেরই লাভ হয়েছে। সৌরভ গাঙ্গুলি আজ ক্রিকেট খেলেছেন বলেই ভারত পেয়েছে তাদের শ্রেষ্ঠ অধিনায়ক।

একটি অ্যাপের জন্য নেওয়া ইন্টারভিউতে সৌরভ গাঙ্গুলী বলেছেন আমার প্রথম ভালোবাসা ছিল ফুটবল। জীবনে প্রথম থেকে নিজেকে ফুটবলার হিসেবেই দেখেছিলাম। কিন্তু আমার বাবা চাইতেন আমি ক্রিকেট খেলি। ছোটবেলায় আমি খুব দুষ্ট ছিলাম, সেই কারণে আমি যাতে বেশি দুষ্টুমি করতে না পারি তাই আমার বাবা আমাকে ক্রিকেট কোচিংয়ে ভর্তি করে দিয়েছিলেন। আর আমিও বাবার বকা খাওয়ার থেকে বাঁচার জন্য কোচিংয়ে যাওয়া শুরু করেছিলাম। সেখান থেকে ধীরে ধীরে একের পর এক ধাপ পেরিয়ে আমি জাতীয় দলের অধিনায়ক হয়েছিলাম।

   

191468436b02f485324d778eae5fd9352ec600fe9089f5bafc9f37754119caad494c8affd

তবে সৌরভ গাঙ্গুলীর মতো একজন ক্রিকেটার পেয়ে ভারতীয় ক্রিকেট ভক্তরা খুবই খুশি। কারণ সৌরভ গাঙ্গুলী ছিলেন বলেই আজ বীরেন্দ্র শেহবাগ, হরভজন সিং, যুবরাজ সিংয়ের মতো তারকা ক্রিকেটারদের পেয়েছে ভারতীয় ক্রিকেট। সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে এইসব তারকা ক্রিকেটারদের উত্থান ঘটেছে ভারতীয় ক্রিকেটে। আর সেই কারণে সৌরভ গাঙ্গুলী ভারতের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর