আমার বিরাট কোহলি হয়ে উঠার পিছনে অবদান রয়েছে স্ত্রী অনুস্কার, ওকে দেখেই ধৈর্য্যশীল হতে শিখেছি, বিরাট কোহলি।

করোনা ভাইরাসের জন্য এই মুহূর্তে গোটা বিশ্ব লকডাউন অবস্থায় রয়েছে। গোটা বিশ্বের সাথে সাথে লকডাউন অবস্থায় রয়েছে পুরো ভারত। লকডাউন জন্য বিশ্বের সমস্ত ধরনের খেলাধুলা বব্ধ রয়েছে। ভারতে বন্ধ রয়েছে সমস্ত ধরনের ক্রিকেট। এমন অবস্থায় গৃহবন্দি ভাবে জীবন যাপন করছেন ভারতীয় ক্রিকেটাররা। আর কোয়ারেন্টাইনের এই সময়টা ভক্তদের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই সময়টায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার জীবনের অনেক অজানা তথ্য সকলের সামনে আসছে। তেমনি এইদিন ভারত অধিনায়ক বিরাট কোহলি জানালেন স্ত্রী অনুষ্কা শর্মাকে দেখেই তিনি ধৈর্যশীল হতে শিখেছেন।

ভারত অধিনায়ক বিরাট কোহলির 2013 সালে সাক্ষাৎ হয় বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে। তারপর দীর্ঘদিন প্রেম এবং অবশেষে সেই প্রেম 2017 সালে বিবাহবন্ধনে পরিণীতি পায়। এরই মধ্যে বেশকিছু ঝড় বয়ে গিয়েছে তাদের সম্পর্কের উপর দিয়ে, বিভিন্ন ক্ষেত্রে নানা সমালোচনার মুখে পড়তে বিরুষ্কার সম্পর্ককে। তবে হাল ছাড়েন নি তারা। এরই মধ্যে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানালেন যে তার জীবনে স্ত্রী অনুষ্কা শর্মার অনেকটা গুরুত্ব রয়েছে। তিনি যে আজ এত ভালো একজন ক্রিকেটার হতে পেরেছেন তার পেছনে অবদান রয়েছে স্ত্রী অনুষ্কা শর্মার।

260588930170760299501e013d20e26e6fb3e7d031fd132e6a44e65676ec45a435a0bdd9c

বিরাট কোহলি জানান অনুষ্কা শর্মার সাথে সাক্ষাৎ হওয়ার পর একে অপরের সাথে কথা বলতে বলতে আমি শিখেছি কেমন করে ধৈর্য্য ধরতে হয়। খেলার সময় এমন অনেক পরিস্থিতি আসে যখন দলের স্বার্থে ধৈর্য্য ধরতে হয় তখন আমি অনুষ্কা শর্মার কথা মনে করে নিজেকে শান্ত রাখি।


Udayan Biswas

সম্পর্কিত খবর