মায়ানমারে ফের নরসংহার! বৌদ্ধ মঠে লাইনে দাঁড় করিয়ে ২৮ জনকে নির্বিচারে গুলি সেনার

বাংলাহান্ট ডেস্ক : উত্তপ্ত হয়ে উঠেছে মায়ানমার। (Myanmar)। একটি বৌদ্ধ বিহারের মায়ানমারের সেনাবাহিনী হামলা চালানোর পর বহু মানুষ আহত ও নিহত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। মায়ানমারের শান রাজ্যের একটি গ্রামে এই হামলা চালানো হয় বলেই দাবি করেছে একটি বিদ্রোহী সংগঠন কারেনি ন্যাশনালিস্ট ডিফেন্স ফোর্স (KNDF)।

প্রসঙ্গত উল্লেখ্য, মায়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রায় দুই বছর পরেও প্রতিবেশী এই দেশ ভারতের সেনাবাহিনী ও বিদ্রোহী সংগঠনের মধ্যে সহিংসতা বজায় রাখলেও বর্তমানে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে লড়াই বেড়েছে। ভয়াবহ এই হামলার ঘটনায় একযোগে পদক্ষেপ নিয়েছে মিয়ানমারের বিমানবাহিনী ও সেনাবাহিনী। আত্মরক্ষার জন্য বৌদ্ধ বিহারে আশ্রয় নিলেও গ্রামবাসীর রেহাই মেলেনি।

জানা গিয়েছে, সেনা হামলায় ২৮ জনের বেশি মানুষ মারা (Death) গেছেন। নিহতদের তালিকায় মঠের সন্ন্যাসীরাও রয়েছেন‌। মিয়ানমারের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী মানুষকে মঠের দেয়ালে দাঁড় করিয়ে গুলি করে। বৌদ্ধ সন্ন্যাসীদের হত্যা করার পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয় একাধিক ঘর বাড়ি। সব মিলিয়ে বলা যায়, উত্তপ্ত হয়ে উঠেছে শান প্রদেশ।

myanmar

প্রসঙ্গত উল্লেখ্য, সেনা অভ্যুত্থানের পর থেকেই শান রাজ্যে সহিংস সংঘর্ষ যেন এক সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এদিকে, কারেনি সংগঠনটির শক্ত ঘাঁটি শান প্রদেশের রাজধানীতে নিজেদের দখল জোরদার করছে মিয়ানমার সেনাবাহিনী। ফলে, স্বাভাবিকভাবেই সম্মুখ সমরে নামছে দুই গোষ্ঠীই আর তার জেরেই সংঘর্ষ দানা বাঁধতে শুরু করেছে মায়ানমারের শান রাজ্যে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর