মৃতের সংখ্যা ছাড়াল ১,০০০! চারপাশে শুধুই ধ্বংসস্তূপ, ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত মায়ানমার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শুক্রবারের ভূমিকম্পে লণ্ডভণ্ড মায়ানমার (Myanmar Earthquake)। মায়ানমারের মধ্যাঞ্চলের ভূমিকম্পের (Myanmar Earthquake) প্রভাব পড়েছিল থাইল্যান্ড, চিন, ভিয়েতনাম এবং ভারতেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। প্রথম ভূমিকম্পের পর ৬.৪ মাত্রার একটি আফটারশকও অনুভূত হয় মায়ানমারে।

মৃত্যুমিছিল মায়ানমারে (Myanmar Earthquake)

গতকাল একাধিকবার আফটারশক (Aftershock) আঘাত হেনেছে ভারতের প্রতিবেশী এই রাষ্ট্রে। সূত্রের খবর, শুক্রবারের ভূমিকম্পে মায়ানমার ও থাইল্যান্ডের বিস্তীর্ণ অংশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০০০ জনের। সরকারি হিসাব অনুযায়ী, আহতের সংখ্যা ২৩০০- রও বেশি। যত সময় যাচ্ছে ততই আহতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

আরও পড়ুন : ‘উনি তো মিথ্যে কথাই বলেন… ওনার কথায় গুরুত্ব দিই না’! মমতাকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

মায়ানমারের এই দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ইতিমধ্যেই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে সে দেশে। মার্কিন জিওলজিক্যাল সেন্টারের তথ্য সূত্রে খবর, গতকালের ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমারের মান্দালয়। মায়ানমারের সেনা–সরকারের প্রধান মিন আং হলাইং ইতিমধ্যেই সে দেশে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

আরও পড়ুন : ফের ঝটকা! বাড়তে চলেছে ATM থেকে টাকা তোলার খরচ, কবে থেকে কার্যকরী?

দেশের এই দুর্দিনে সকল নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। মায়ানমারের ভূমিকম্পের রেশ গিয়ে পৌঁছায় পড়শি থাইল্যান্ডেও। ভূমিকম্পের সময়ে থাইল্যান্ডের একটি নির্মীয়মান বহুতলে আটকে পড়েন ১১৭ জন। প্রাণ যায় ৮ জনের। তীব্র ভূমিকম্পে ব্যাংককে ভেঙে পড়ে নির্মীয়মাণ একটি ৩০ তলা ভবন।

গত শুক্রবারের ভূমিকম্পে (Earthquake) ধ্বংসপুরীতে পরিণত হয়েছে মায়ানমার। তীব্র কম্পনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বহুতল, হোটেল, সৌধ, প্রার্থনা গৃহ। মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চলের রাস্তায় দেখা দিয়েছে বড় বড় ফাটল। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, মোবাইলের টাওয়ার। বিস্তীর্ণ এলাকা এখনও বিদ্যুৎহীন।

Myanmar earthquake and 1000 death.

ভারত সরকারের তরফে মায়ানমারে (Myanmar) পাঠানো হয়েছে ১৫ টন ত্রাণ সামগ্রী। তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, খাবার, জল, সোলার ল্যাম্প, জেনারেটর সেট সহ গুরুত্বপূর্ণ ওষুধ মায়ানমারে পাঠানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা স্টেশন থেকে আজ ভোরে মায়ানমারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে ভারতীয় বায়ুসেনার সি১৩০জে বিমান।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X