ভূমিকম্পের শক্তি ছিল ৩৩৪ টি পরমাণু বোমার সমান! আগামী ২ মাসে ফের কাঁপবে মায়ানমার?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গত শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের (Myanmar-Earthquake) মাটি। ভূমিকম্পে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একের পর এক বহুতল, হোটেল, স্থাপত্য থেকে প্রার্থনা গৃহ। ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, রিখটার স্কেলে এদিনের ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭।

মায়ানমারের (Myanmar-Earthquake) ভূমিকম্প নিয়ে ভয়ঙ্কর তথ্য

এমনকি মায়ানমারের (Myanmar-Earthquake) বিস্তীর্ণ অঞ্চলে একাধিকবার আফটারশকও অনুভূত হয় এদিন। এবার শুক্রবারের ভূমিকম্প নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন ভূতত্ত্ববিদ। আমেরিকার ভূতত্ত্ববিদ জেস ফনিক্স জানিয়েছেন, শুক্রবার মায়ানমারে যে ভূমিকম্প আঘাত হেনেছিল সেটা ছিল ৩৩৪টি পরমাণু বোমার সমান।

আরও পড়ুন : রাজ্য জুড়ে হিন্দুদের লাগাতার আক্রমণ! ‘প্রমাণ’ সহ আরও দুই গ্রামের চিত্র দেখালেন অমিত মালব্য, ভয়ঙ্কর!

একটি সাক্ষাৎকারে মার্কিন ভূতত্ত্ববিদ দাবি করেন, মায়ানমারে ভূমিকম্পের ফলে যে পরিমাণ শক্তি নির্গত হয়েছে, তা প্রায় ৩৩৪ টি পরমাণু বোমার সমান। জেস ফনিক্স বলেন, মায়ানমারের অবস্থান ইন্ডিয়ান টেকটোনিক প্লেট ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে। ধীর গতিতে এই দুটি প্লেট স্থানান্তরিত হওয়ার কারণে কেঁপে উঠেছিল মায়ানমারের মাটি।

আরও পড়ুন : মোদি হলেন “অত্যন্ত চতুর”, নমোর প্রসঙ্গে এবার বিরাট প্রতিক্রিয়া ট্রাম্পের, ব্যাপারটা কী?

একই সাথে মার্কিন ভূতত্ত্ববিদের সাবধান বাণী, আগামী দুই মাস স্থায়ী হবে এই স্থানান্তর প্রক্রিয়া। ফলে ফের মায়ানমারে ভূমিকম্পের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মায়ানমারের উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

গত শুক্রবার মায়ানমারে আঘাত হানে  ৭.৭ এবং ৬.৪ মাত্রার দুটি বড় ভূমিকম্প। শুক্রবারের ভূমিকম্পের পর মায়ানমার জুড়ে শুধুই হাহাকার। সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে  এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজার জনেরও বেশি। আহতের সংখ্যা  ২ হাজার ৩৭৬। ইতিমধ্যেই ভারত সরকারের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে মায়ানমারের এই দুর্দিনে।

Myanmar-Earthquake and future prediction.

ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্য চালানোর জন্য ইতিমধ্যেই সেদেশে গিয়ে পৌঁছেছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF)। শুক্রবারের ভূমিকম্পের প্রভাব শুধু মায়ানমার নয়, পৌঁছেছিল প্রতিবেশী থাইল্যান্ড, দক্ষিণ-পশ্চিম চিন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এবং বাংলাদেশেও। ভূমিকম্পের (Earthquake) ফলে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ভেঙে পড়ে একটি নির্মীয়মান বহুতল।

বহুতল ভেঙে মৃত্যু হয়েছে কমপক্ষে দশজনের। অন্যদিকে, মায়ানমারের সামরিক প্রশাসন নেইপিদো, সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো ও পূর্ব শান এলাকায় ‘জরুরি অবস্থা’ জারি করেছে। দেশের দুর্দিনে সকল নাগরিক ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মায়ানমারের সেনা–সরকারের প্রধান মিন আং হলাইং।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X