ভয়াবহ ভূমিকম্পে তছনছ মায়ানমার! সাহায্যের হাত বাড়িয়ে “অপারেশন ব্রহ্মা” শুরু করল ভারত

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মায়ানমারে তীব্র ভূমিকম্প (Myanmar-Earthquake)! আর তাতে প্রাণ হারিয়েছেন ১০০০ জনেরও বেশি। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী মোট মৃতের সংখ্যা ১০০২। আহত হয়েছেন ২৩৭৬ জন। এই অবস্থায় অন্যান্য দেশের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছে মায়ানমার। এমন সংকটকালীন অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের (Myanmar-Earthquake) জন্য এবার ‘অপারেশন ব্রহ্মা’

সব রকমের সাহায্যে আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে মায়ানমারের উদ্দেশ্যে ১৫ টন ত্রাণ সামগ্রী পৌঁছে গিয়েছে বিমানে। ভারতের (India) প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) ইতিমধ্যেই প্রতিবেশী দেশের সামরিক শাসকের সঙ্গে কথাও বলেছেন। ভারতের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে “অপারেশন ব্রহ্মা” নামে এক কার্যক্রম।

আরও পড়ুন : ‘কেউ ভয় পাবেন না, তবে খুব সতর্ক থাকুন’! রামনবমীতে অশান্তির আশঙ্কা! সতর্ক করল পুলিশ

ভারতের পাঠানো ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি টু ইট মিল, ওয়াটার পিউরিফায়ার, হাইজিন কিট, সোলার ল্যাম্প, জেনারেটর সেট, অত্যাবশ্যক ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজের জন্য ভারতের জাতীয় মোকাবিলা বাহিনীর ৮০ জন সদস্যকে পাঠানো হয়েছে মায়ানমারে (Myanmar)।

আরও পড়ুন : ‘লিঙ্গ দেখে..,’ ‘মহিলাদের নিয়ে পার্টি অফিসে রাতভর ফূর্তি করে তৃণমূল…’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মায়ানমারের যে সমস্ত এলাকাগুলি ভূমিকম্পের (Myanmar-Earthquake) কারণে অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব এলাকায় গুলিতে রক্তের চাহিদা বিপুল। ফাটল ধরেছে মান্দালয়ের রাস্তায়। মহাসড়কের পাশাপাশি সেতু এবং বাঁধ ধ্বসে পড়েছে। যার ফলে উদ্ধারকারীদের ঘটনাস্থলে যেতে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছে।

Myanmar-Earthquake and Operation Brahma.

ভূমিকম্পের (Earthquake) পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি অঞ্চলে মায়ানমার সরকার ঘোষণা করেছে জরুরি অবস্থা। জরুরি অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে ব্যাংককেও। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা জানান, নিরাপত্তার জন্য ব্যাংককের প্রত্যেকটি ভবন পরিদর্শন করা হবে। ভারত সহ ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X