বাংলা হান্ট ডেস্কঃ মায়ানমারের একটি খনিতে (Myanmar jade mine) ধ্বসের কারণে কমপক্ষে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও অনেক শ্রমিক মাটির নীচে চাপা পড়ে আছে বলে জানা যাচ্ছে। মায়ানমারের অগ্নিনির্বাপক বিভাগ আর তথ্য মন্ত্রক এই খবর জানায়।
কাচিন রাজ্যের জেড-সমৃদ্ধ হাপাকান্ত অঞ্চলে শ্রমিকেরা খনিজ জেড পাথর তোলার কাজ করছিল। আর সেই সময় প্রচণ্ড ধ্বস নামে আর শ্রমিকেরা ওই ধ্বসে চাপা পড়ে যায়। এই ঘটনার কথা মায়ানমারের দমকল বিভাগ তাদের ফেসবুক পেজে জানায়।
ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে যে, এখনো পর্যন্ত ৫০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত উদ্ধারকার্য চলছে আর চাপা পড়ে থাকা শ্রমিকদের বের করা হচ্ছে। আপানদের জানিয়ে দিই, ওই এলাকার রক্ষনাবেক্ষণ ঠিকঠাক ভাবে না হওয়ার কারণে বৃষ্টির মরশুমে ধ্বস হতেই থাকে।