আপনারা এগিয়ে আসুন! বিশ্বের সবথেকে বড় মুসলিম দেশের আবেদন ভারতের কাছে

বাংলাহান্ট ডেস্ক : মায়ানমারকে (Myanmar) নিয়ে ভারতের কাছে বড় দাবি করল ইন্দোনেশিয়া (Indonesia)। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশটির বিদেশমন্ত্রী রেটনো মাসুদি ভারতকে অনুরোধ জানালেন মায়য়নমার বিষয়ে ভারত যেন এশিয়ান সংগঠনের নীতি মেনে চলে। নাহলে মায়নমারের রাজনৈতিক সংকটকে কোনও দিনই সমাধান করা যাবে না বলে দাবি করেছেন মাসুদি।

মারাত্মক রাজনৈতিক সংকটে ভুগছে মায়ানমার। নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছে মায়ানমার সেনা। ইন্দোনেশিয়ার ভারতের কাছে দাবি জানিয়েছে ভারতের পক্ষ থেকে মায়ানমারের সেনা সরকারকে কোনও সহযোগিতা না করে। রেটনো মাসুদির দাবি, ভারত সহ অন্যান্য দেশগুলির উচিত মায়ানমার বিষয়ে শুধুমাত্র এশিয়ান সংগঠনের নীতিকেই অনুসরণ করা।

মাসুদি মনে করেন, এশিয়ানের দাবি না মেনে ভারত যদি মায়ানমার বিষয়ে অন্য পন্থা গ্রহণ করে তাহলে এশিয়ানের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াবে। শুধু ভারত নয়, বিশ্বের বাকি রাষ্ট্রগুলির কাছের অবেদন জানান ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী। তাঁর দাবি ভারত সহ বাকি দেশগুলি এশিয়ানের ৫টি নীতি মেনে চলে। মাসুদি আরও বলেন, ‘আমরা যদি অন্য কোনপ পথ নিই, তাহলে আমাদের সংগঠনই দুর্বল হয়ে যাবে। আর মায়নমারকে কোনওদিনই রাজনৈতিক সংকট থেকে বের করে আনা সম্ভব হবে না।

মাসুদি এদিন বলেন, ‘আমি বারবার এটাই বলছি এশিয়ান সংগঠন এবং তার সমস্ত নীতিকে সম্মান করা। আর তা নাহলে এশিয়ান সংগঠন ভেঙেপরতে পারে বলেই দাবি তাঁর। প্রসঙ্গত, গত নভেম্বর মাসে ভারতের বিদেয় সচিব বিনয় বাত্রা মায়ানমার পৌঁছন। তবে প্রত্যক বারের মতো এবার সে দেশের মন্ত্রীদের সঙ্গে তাঁর  বৈঠক হয়নি বলেই জানা গেছে।


Sudipto

সম্পর্কিত খবর