বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার মাধ্যমিকের ফল (Madhyamik Result) বেরিয়েছে। ভাল নম্বর পেয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। চোখে হাজারো স্বপ্ন, জীবনে ভালো জায়গায় পৌঁছনোর ইচ্ছা। মুহূর্তে সব শেষ! ফের স্বপ্নের অপমৃত্যু। খড়দহের (Khardah) পাতুলিয়ার ঘটনা। ফলপ্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবার সকালে বাড়ি থেকে সামান্য দূরে আম গাছের তলায় মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধার। শোকের ছায়া পরিবারে।
রাতেই ‘খুন’ মাধ্যমিক পরীক্ষার্থী? Madhyamik Result
ঠিক কি ঘটেছিল? সূত্রের খবর, বেশ ভাল নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছিল ওই পড়ুয়া। নিজের সাফল্যে যথেষ্ট খুশি ছিল ওই পড়ুয়া ও তাঁর পরিবার। তবে এদিনই মর্মান্তিক পরিণতি। পুলিশ সূত্রে খবর পড়ুয়ার শরীরে বহু আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের দাবি, শরীরের একাধিক হাড় ভাঙা রয়েছে তাঁর। আত্মহত্যা না খুন? খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে গোটা ঘটনায় জড়িয়েছে শাসকদলের নাম। খড়দহের স্থানীয় বিজেপি নেতা এদিন ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, ‘গতরাতের ঘটনা খড়দহ বিধানসভার পাতুলিয়া মিলন বিদ্যাপীঠ স্কুলের পাশে স্টার মাক্স পাওয়া মাধ্যমিক পরীক্ষার্থী সম্রাট চৌধুরীকে পিটিয়ে মারল তৃণমূল কংগ্রেসের হার্মাদ রা! আজ ভোরে ছেলেটির মৃত্যু হয়।’
ভিডিও দেখুন: https://youtu.be/uKL1pxsFk10?si=hsvvPPjSUR3Vt30z
পরিবার তরফে কারও দিকে আঙুল তোলা না হলেও খুনের সন্দেহ প্রকাশ করা হয়েছে। পরিবারের দাবি, ফলপ্রকাশের পর সারাদিন আনন্দেই ছিল সে। বন্ধুদের সঙ্গে খুশি খুশি গোটা দিন কাটিয়েছে। রাতে খাওয়া–দাওয়ার শুয়েও পড়েছিল। তবে এরই মধ্যে আসে ‘সন্দেহজনক’ ফোন। রাতেই সঙ্গে সঙ্গে আসার বাড়ি থেকে বেরিয়ে যায় ওই পড়ুয়া। তারপর আর তাঁর খোঁজ মেলেনি।
আরও পড়ুন: ১৮ মে অবধি সময়! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! রেজাল্টের পরেই নয়া বিজ্ঞপ্তি জারি পর্ষদের
শনিবার বাড়ির সামনে আম গাছের তলা থেকে উদ্ধার হয় পড়ুয়ার নিথর দেহ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। রাতে কার ফোন পেয়ে বেরিয়ে গেল পড়ুয়া? আম গাছের তলাতেই বা কেন গেল? গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।