বাংলা হান্ট ডেস্ক: মঙ্গল গ্রহের রহস্য উদঘাটনের জন্য প্রবল চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যেই এই গ্রহকে ঘিরে সম্পন্ন হয়েছে অভিযানও। এই গ্রহের সমস্ত অজানা দিক সম্পর্কে জানতে চান বিজ্ঞানীরা। তবে, প্রতিনিয়ত মঙ্গল গ্রহের বিভিন্ন ছবি বিজ্ঞানীদের সামনে আসায় এই গবেষণা অনেকটাই গতি পাচ্ছে।
এদিকে, বর্তমানে মঙ্গল থেকে এমন কিছু ছবি এসেছে যা দেখে অবাক হয়েছেন বিজ্ঞানীরাও। এই ছবিগুলিতে একটি ফুলের মত প্রতিকৃতির ছবি ফুটে উঠেছে। প্রথমে এটি দেখে সবাই চমকে গেলেও পরে বিজ্ঞানীরা অনুধাবন করেন যে, এই ছবিটি একটা পাথরের যা দেখতে অবিকল ফুলের মত।
এই পাথরের ছবি তুলেছে নাসার কিউরিসিটি রোভার। যা দেখে বিজ্ঞানীরাও বিভ্রান্ত হয়ে পড়েন। পরে তাঁরা পরীক্ষা করে দেখতে পান যে, এটি একটি ফুলের মত দেখতে পাথর। তবে, বিজ্ঞানীদের অনুসন্ধানে এর নির্মাণ নিয়ে চমকপ্রদ তথ্য এসেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে, ফুলের মত দেখতে এই পাথরটি তৈরি হয়েছে খনিজ যোগের কারণে।
ছবিটি দেখলে মনে হয় যে, ফুলের বিভিন্ন পাপড়ি ক্রমশ বেরিয়ে এসেছে। এই ধরনের আকৃতিকে ডায়াজেনেটিক ক্রিস্টাল ক্লাস্টার বলা হয়। বিভিন্ন খনিজ পদার্থের মিশ্রণের কারণে এই ধরণের গঠন তৈরি হয়।
এই প্রসঙ্গে কিউরিওসিটি মিশনের ডেপুটি প্রজেক্ট সায়েন্টিস্ট অ্যাবিগেল প্রেমান বলেছেন যে, এই ধরনের আকৃতি সালফেট নামক লবণ থেকে তৈরি হয়। বাতাসের দিক ও গতির পরিবর্তনের কারণে এগুলির আকৃতি স্থির থাকে না। যে কারণে তারা একসাথে মিশে যায় এবং কিছু সময় পরে শেষও হয়ে যায়।
এদিকে, ফুল আকৃতির এই পাথরটি গত সপ্তাহে প্রথম দেখেছেন নাসার বিজ্ঞানীরা। এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাকথর্ন সল্ট। কিউরিওসিটি রোভারে থাকা মার্স হ্যান্ড লেন্স ইমেজার এই ছবিটি তুলেছে। এই ক্যামেরায় জুম করার ক্ষমতা অত্যন্ত বেশি। পাশাপাশি, এটি খুব কাছ থেকে ছবি তুলতে পারে। এই কারণে, ছবিতে প্রাপ্ত বিভিন্ন পাথরের পৃষ্ঠে থাকা খনিজ এবং উপাদানগত তথ্যও ভালোভাবে পর্যালোচনা করা যায়।