সন্ধ্যের আকাশে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল রহস্যময় আলোর! ভাইরাল ভিডিও দেখে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: ভর সন্ধ্যেবেলায় বাংলার আকাশে দেখা গেল এক রহস্যময় আলোর (Mysterious Light)! শুধু তাই নয়, বিভিন্ন জেলা থেকে প্রত্যক্ষ করা গেছে সেই আলোটিকে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেখতে পাওয়া এই আলোকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক জল্পনা। পাশাপাশি, আলোটির উৎস সম্পর্কে জানতেও প্রবল কৌতূহলী হয়ে পড়েছেন সবাই। জানা গিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়া, বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং বসিরহাট থেকেও এই আলো চোখে পড়েছে।

এদিকে, রহস্যময় এই আলো প্রথম বাঁকুড়ায় দেখা যায় বলে খবর মিলেছে। ধীরে ধীরে রাজ্যের একাধিক জেলায় ক্রমশ স্পষ্ট হয়ে যায় আলো। এমনিতেই বর্তমান সময়ে শীতের প্রাবল্য বৃদ্ধির সাথে সাথে দিনের পরিধি কমতে শুরু করেছে। এমতাবস্থায়, সন্ধ্যে সাড়ে ৫ টা নাগাদ এই আলো প্রথম দেখতে পান বিভিন্ন জেলার বাসিন্দারা।

এমতাবস্থায়, যাঁরা এই আলো প্রত্যক্ষ করেছেন তাঁরা জানিয়েছেন যে, এই আলোটির তীব্রতা ছিল যথেষ্ট বেশি। এমনকি, আলোটির ফোকাস ছিল ওপরের দিকে। পাশাপাশি, অন্ধকার আকাশে এই আলোর সুবাদেই রীতিমতো আলোকিত হয়ে যায় কিছুটা অংশ। প্রায় মিনিট তিনেকের জন্য আলোটিকে দেখা যায়। তারপর ধীরে ধীরে সেটি ঢেকে যায় মেঘের আড়ালে।

ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের ডিরেক্টর দেবী প্রসাদ দুয়ারী জানান, তিনি এই মুহূর্তে কলকাতায় না থাকলেও ছবি দেখে তিনি মনে করছেন যে, এটি কোনো উল্কাপাত নয়। পাশাপাশি, উল্কাপাতে এত তীব্র আলো দেখতে পাওয়া যায়না বলেও জানান তিনি।

এদিকে, এই বিরল ঘটনাটি প্রত্যক্ষ করে অনেকেই দৃশ্যটি মোবাইল বন্দি করার চেষ্টা করেন। পাশাপাশি, এই সংক্রান্ত ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও, প্রত্যেকেই এই ভিডিও পোস্ট করে আলোটির উৎস সম্পর্কে জানতে চেয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর