টানা ৯ দিন! পৃথিবীতে আসছে ভয়ঙ্কর আওয়াজ, রহস্যের সমাধান করে বিজ্ঞানীরা দিলেন অবাক করা তথ্য

বাংলা হান্ট ডেস্ক: পৃথিবীতে প্রায় সময় কোনো না কোনো রহস্যজনক ঘটনা ঘটতেই থাকে। আর এই রহস্যের খোঁজে নামতে দেখা যায় বিজ্ঞানীদের (Scientists)। তবে এবার পৃথিবীতে এমন একটি ঘটনা ঘটেছে যা নিয়ে চমকে গিয়েছেন সকলে। আসলে এমন এক রহস্যময় আওয়াজ আসছে যা শুনে মনে ভয় ধরেছে। তবে এই আওয়াজ একদিন নয়, আসছে টানা ৯ দিন ধরে। স্বাভাবিকভাবে এই আওয়াজ ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই খবর সকলের মনে চাঞ্চল্য ছড়িয়েছে।

অবাক হয়েছেন বিজ্ঞানীরাও (Scientists):

হঠাৎ কি আওয়াজ আসছে: এদিকে, এই আওয়াজ শুনে বিজ্ঞানীদের অনেকেই ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন এই আওয়াজ কি এলিয়েনদের? পৃথিবীতে কি তাহলে এলিয়েনদের আবির্ভাব হল? নাকি রয়েছে অন্য কোনো রহস্য। এমনকি এই অদ্ভূত আওয়াজ নিয়ে দ্বিধায় ভুগছেন বিজ্ঞানীরাও। আর এই আওয়াজের উৎস খুঁজতে পথে নেমেছেন তারা।

Mysterious sound in earth Scientists.

সেই উৎস খুঁজতে গিয়ে রহস্যের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা (Scientists)। তথ্য সূত্রে জানা গিয়েছে, গ্রিনল্যান্ডের পূর্বপ্রান্তের একটি বস্তুই এই আওয়াজের মূল উৎস। বৈজ্ঞানিক পরিভাষায় এই বস্তুর নাম fjord। এখন প্রশ্ন হচ্ছে কি এই fjord? সেই উত্তরও পাওয়া গিয়েছে। কোনও হিমবাহ, অ্যান্টার্কটিকা, আর্কটিক এবং উত্তর বা দক্ষিণ গোলার্ধের শেষপ্রান্তে বরফে আবৃত এলাকায় এই জিনিস ঘটতে পারে। আর এই সমস্ত জায়গায় হিমবাহ ধীরে ধীরে সরতে থাকে কিংবা ঘর্ষণের ফলে এরফলে ব্যাপক পরিবর্তন ঘটে দেখা যায়। সৃষ্টি হয় ইউ আকৃতির উপত্যকার। যখন সমুদ্র প্লাবিত হয়ে এই অংশে প্রবেশ করে তখন তাকে fjord বলে।

আরও পড়ুন: রয়েছে খুনের অভিযোগ! বাংলাদেশে পৌঁছলেই গ্রেফতার হবেন শাকিব? অবশেষে বড় আপডেট দিল BCB

কেন এই বিশেষ জায়গা থেকে আওয়াজ ভেসে আসছে: সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, যে অঞ্চলটি থেকে আওয়াজটি ভেসে আসছে সেখানে হিমবাহর পুরুত্ব গত কয়েক দশক ধরে ক্রমাগত কমে আসছে। যার কারণে বরফের পাহাড় ধস নামতে শুরু করে। আর এতেই শুরু হয় কম্পন। আর এই কম্পনের আওয়াজ একটি নির্দিষ্ট জায়গায় নয় যা সারা বিশ্বে শোনা যেতে থাকে। আর এই কম্পন কিংবা আওয়াজ যে তরঙ্গের ফলে সৃষ্টি হয়েছিল, তার নাম বৈজ্ঞানিক পরিভাষায় সিসমিক তরঙ্গ।

আরও পড়ুন: এবার ডিফেন্স সেক্টরেও বাজবে আদানির ডঙ্কা! নিচ্ছেন বড় পদক্ষেপ, জানলে হয়ে যাবেন “থ”

এই বিষয়ে অনেকেই এলিয়েনদের কথা উল্লেখ করলেও, বিজ্ঞানীরা (Scientists) এই বিষয়টি নাকচ করে দিয়েছেন। তাদের মতে এই নিয়ে বিশ্ববাসীর কোন রকমের ভয়ের কারণ নেই। প্রাকৃতিক কারণেই এমন ঘটনা ঘটছে। ভবিষ্যতেও এমন ঘটনা সম্মুখীন আমাদের করতে হতে পারে বলেও জানিয়ে দিয়েছেন তাঁরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর