বাংলাহান্ট ডেস্ক: টলিউডে ‘বং ক্রাশ’ বলতে একজন অভিনেতার কথাই মাথায় আসে সবার প্রথমে। তিনি আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। বাংলা সিনে ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সদস্য তিনি। কাজ করেছেন সিনেমা থেকে ওয়েব সিরিজেও। তবে অভিনয়ের থেকেও সুদর্শন আবিরের রূপে মুগ্ধ বঙ্গ নারীরা। এমনকি অভিনেতার গালের কাটা দাগটাতেও মন আটকেছে অনেকেরই।
ফেলুদা থেকে ব্যোমকেশ বা নতুন গোয়েন্দা সোনা দা, আবিরের ভিন্ন ভিন্ন লুকসে ফিদা সকলেই। তবে চরিত্র যেমনি হোক না কেন, যেমন লুকই নিতে হোক না কেন, গালের কাটা দাগটা কিন্তু কখনোই আড়াল করতে দেখা যায় না আবিরকে। বলা যায় ওই দাগটাই তাঁকে আলাদা করে তোলে সকলের থেকে। কিন্তু দাগটার রহস্য কী জানেন? কীভাবে ওই দাগটা হল আবিরের গালে?
অনেক ছোট থেকেই এই দাগটা অভিনেতার সঙ্গী বলে জানা যায়। স্কুল জীবনে এক দুর্ঘটনা থেকে নাকি এই দাগ হয়েছে আবিরের ডান গালে। শোনা যায়, আবির তখন ক্লাস সেভেনে পড়তেন। তখন একদিন সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি।
তাঁর সাইকেলের সামনে হঠাৎই চলে আসে এক বেড়াল। তাকে বাঁচাতে গিয়ে তড়িঘড়ি ব্রেক কষেন আবির। কিন্তু বৃষ্টির দিন হওয়ায় সাইকেলের চাকা পিছলে পড়ে যান তিনি। সাইকেলের হ্যান্ডেলে লেগে আবিরের গালে আঘাত লাগে। ক্ষত সেরে গেলেও কাটা দাগটা রয়ে গিয়েছে আবিরের গালে।
প্রসঙ্গত, আবিরকে শেষবার দেখা গিয়েছে ‘ফাটাফাটি’ ছবিতে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবিটি। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্লাস সাইজ মডেলদের গল্প তুলে ধরেছে এই ছবি। ছবিতে আবিরের বিপরীতে দেখা গিয়েছে ঋতাভরী চক্রবর্তীকে। এছাড়াও আগামীতে মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে ‘রক্তবীজ’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে আবিরকে।