নতুন বাড়ির বেডরুমে বাবা-মা কে এমন অবস্থায় দেখল ছেলে, মাথায় ভেঙে পড়ল আকাশ

বাংলা হান্ট ডেস্কঃ ঘরের মধ্যে প্রবেশ করতেই চমকে উঠল ছেলে! শোওয়ার ঘরে এমন এক দৃশ্য দেখলে কি কেউ নিজেকে সামলে রাখতে পারে! তবে এই দৃশ্যটি হঠাৎই ঘটে যাওয়া কোনো ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত কিছু, তা নিয়ে সন্দিহান এলাকার মানুষ থেকে পুলিশ মহল।

কি ঘটেছে সেই ঘরে? ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রামচন্দ্রপুর নামক গ্রামে। এই গ্রামে বসবাস করতো মন্ডল পরিবার। মূলত বাড়িতে মোহন মন্ডল এবং রিতা মন্ডল নামের এক দম্পতি বসবাস করত। তাদের ছেলে অপূর্ব মন্ডল কর্মসূত্রে মুর্শিদাবাদে থাকতো। তবে সূত্রের খবর, অপূর্ব বিগত দুদিন আগে কাজ থেকে ছুটি নিজের বাড়িতে এসেছিল এবং সেই সময়েই ঘটে গেল এমন ঘটনা!

জানা যায়, সকাল বেলা অপূর্ব তার বাবা-মায়ের শোওয়ার ঘরে প্রবেশ করতেই সেখানকার দৃশ্য দেখে চমকে ওঠে। সে দেখে ঘরের মধ্যে পড়ে রয়েছে তার বাবা এবং মায়ের নিথর দেহ। বেশ কিছু সময় পর নিজেকে সামলে নিয়ে পুলিশে খবর দিলে এলাকায় উপস্থিত হয় দাসপুর এলাকার পুলিশ প্রশাসন। মুহূর্তের মধ্যে এলাকার মানুষদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সূত্রের খবর, এই দম্পতি সুখেই জীবন যাপন করতো তবে বিগত কিছুদিন এ তাদের বাড়ির ছাদের ঢালাই এর কাজকে কেন্দ্র করে বাবা মায়ের সঙ্গে ছেলের ঝগড়া লেগে থাকত এবং মৃত্যুর আগের দিনও একই ভাবে বিবাদ হয় তাদের মধ্যে।

পুলিশ অবশ্য ঘটনার তদন্ত শুরু করে দিয়েছ এবং দেহগুলিকে ময়না তদন্তে পাঠানো হয়েছে। তবে এই ঝগড়ার কারণেই কি দম্পতি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয় নাকি এর পেছনে রয়েছে পূর্ব পরিকল্পিত কোনো ছক সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

Sayan Das

সম্পর্কিত খবর