পর্যবেক্ষণে গিয়ে পূর্ব মেদিনীপুরে ‘নিরুদ্দেশ” কেন্দ্রীয় প্রতিনিধি দল! খোঁজ মেলার পর মাথায় হাত সবার

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধরে আবাস দুর্নীতি (Awas Corruption) ইস্যুতে ধুন্ধুমার অবস্থা রাজ্যে। অভিযোগ, পাল্টা-অভিযোগ, ক্ষোভ-বিক্ষোভে ছেয়ে গেছে গোটা বাংলার মাটি। এই আবহেই সরে জমিনে আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে বাংলায় পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Team)। আবাস যোজনার সর্বাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে পূর্ব মেদিনীপুরে (East Medinipur) জেলা থেকে। তাই বঙ্গে পা রেখেই সবার প্রথমে সেই জেলাতেই পৌঁছেছে কেন্দ্রীয় দল।

কিন্তু সেখানেও আরেক কাণ্ড। জেলায় পৌঁছেই হঠাৎ উধাও তদন্তকারী দল। জানা গিয়েছে, এদিন গেস্টহাউস থেকে নন্দকুমারের দিকে রওনা দেয় প্রতিনিধি দলের কনভয়। ঘড়িতে তখন সকাল ১০ টা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের পিছনেই যাচ্ছিল পুলিশের গাড়ি। কিন্তু এরপর নন্দকুমারে গাড়িগুলি থামতেই সকলের চোখ কপালে। দেখা যায়, গাড়িগুলি একেবারেই ফাঁকা। আর নাই আছে তাতে কোনো কেন্দ্রের প্রতিনিধি।

তারপর? এরপর দিঘার গেস্টহাউস সূত্রে খবর পাওয়া যায় কেন্দ্রীয় দলের সদস্যরা শুক্রবার ভোরেই সেখান থেকে বেরিয়ে যান। তবে তাঁরা কোথায় গিয়েছেন তা নিয়ে দুপুর পর্যন্ত ধোঁয়াশার মেঘ জমে ছিল। এরপর দুপুর গড়িয়ে খোঁজ মেলে কেন্দ্রীয় দলের।

এখন কোথায় আছে কেন্দ্রীয় দল? জানা যায়, তমলুকের বর্গদাগোদা নামের একটি গ্রামে গিয়ে রয়েছেন তাঁরা। সেখানের স্থানীয় মানুষদের সাথে কথা বলছেন আধিকারিকরা। তবে এদিন ভোর থেকে দুপুর পর্যন্ত তাঁরা আর কোথায় কোথায় ঘুরেছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

pmay

তবে হঠাৎ এই পরিকল্পনা পরিবর্তনের অর্থ কী? জানা গিয়েছে গতকাল ভগবানপুরে কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামের মানুষজন। এমনকি তাঁদের ১০০ দিনের কাজের টাকা নিয়েও প্রশ্ন করা হয়। এরপরেই নিজেদের গতি প্রকৃতি পরিবর্তন করে কেন্দ্রীয় দল। অনেকে আবার গ্রামবাসীর এই বিক্ষোভের পেছনে রাজনৈতিক দলের মদত দেখছেন। সবমিলিয়ে ঘটনা ঘিরে তুঙ্গে জল্পনা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর