শ্রেষ্ঠ আসন লবে… ভারতের জব্বর জয়! অস্কার পেল ‘নাটু নাটু’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’

বাংলাহান্ট ডেস্ক: এবারের অস্কারটা (Oscar) আক্ষরিক অর্থেই ছিল ভারতীয়দের জন্য। তেলুগু ব্লকবাস্টার ‘আর আর আর’ ছবির জনপ্রিয়তম গান ‘নাটু নাটু’ (Naatu Naatu) ঝড় তুলে দিল আন্তর্জাতিক মঞ্চে। আপামর ভারতবাসী আশায় বুক বেঁধে ছিল, গোল্ডেন গ্লোবের পর অস্কারটাও আসবে নাটু নাটুর ঝুলিতে। প্রত্যাশা পূরণ করল এম এম কীরাভানির সুর। ভারতের জন্য অস্কার নিয়ে এল নাটু নাটু।

সোমবারের কর্মব্যস্ত সকালটা সুখবর দিয়ে শুরু হল ভারতবাসীর। অস্কারের মঞ্চে দাপট দেখিয়েছে ভারতুয় ছবি এবং গান। টপ গান: ম্যাভেরিক ছবিতে লেডি গাগার গাওয়া ‘হোল্ড মাই হ্যান্ড’, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার ছবিতে রিহানার গাওয়া ‘লিফট মি আপ’ এর মতো আন্তর্জাতিক হিট গানকে টেক্কা দিয়ে সেরা মৌলিক গানের বিভাগে অস্কার ছিনিয়ে আনল নাটু নাটু।

Naatu naatu

এর আগে প্রথম ভারতীয় গান হিসাবে সম্মানীয় গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিল নাটু নাটু। সেরা মৌলিক গানের জন্য এই সম্মানীয় পুরস্কার নিজেদের ঝুলিতে ভরে আর আর আর টিম। তারপর লস অ্যাঞ্জেলস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসে সেরা গানের জন‍্য পুরস্কার পান সঙ্গীত পরিচালক এম এম কিরাভানি।

তবে শুধু গানেই থেমে থাকেনি আর আর আর এর জয়যাত্রা। ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডেই সেরা বিদেশি ছবির পুরস্কার পায় রাজামৌলির ছবি। ‘ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম’ বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছিল আর আর আর। অস্কারের মঞ্চে এই গানটি লাইভ পারফর্ম করেন রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দীপিকা পাডুকোন

the elephant whisperers

এখানেই শেষ নয়। ‘বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট’ বিভাগে অস্কার পেয়েছে আরো এক ভারতীয় ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’। কার্তিকী গনসালভেজ পরিচালিত এবং গুনিত মোঙ্গা প্রযোজিত ছবিটি মুগ্ধ করেছে বিশ্বকে। উল্লেখ্য, এই বিভাগে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ প্রথম ভারতীয় ছবি যা অস্কার পেল। সব মিলিয়ে আনন্দের পরিবেশ দেশের বিনোদন জগতে।


Niranjana Nag

সম্পর্কিত খবর