নবদ্বীপে হিন্দু মহিলাকে গণধর্ষণ! অভিযুক্ত ৫ জনের মধ্যে ৪ জনই মুসলিম, শাসক দলের সাথেও রয়েছে সম্পর্ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা রাজ্যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে বঙ্গবাসীর মনে। কিছুদিন আগেই খড়দহে এক বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে ৪ সমাজবিরোধীর বিরুদ্ধে। এবার বছর উনিশের এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল নবদ্বীপ (Nabadwip)।

নবদ্বীপের (Nabadwip) যুবতীকে গণধর্ষণ

নবদ্বীপ (Nabadwip) দক্ষিণের বিজেপি মহিলা মোর্চার সভাপতি মুনমুন মল্লিক একটি ফেসবুক পোস্টে লিখেছেন, গত ২রা এপ্রিল নবদ্বীপ কোর্টপাড়া এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের এক যুবতীকে গণধর্ষণ (Gangrape) করে ৫ দুষ্কৃতী। নির্যাতিতার দাবি, থানায় অভিযোগ জানাতে গেলে গণধর্ষণের বদলে শ্লীলতাহানির মামলা রুজু করে নবদ্বীপ থানার পুলিশ। বিজেপি মহিলা মোর্চার সভাপতির অভিযোগ, অপরাধীরা শাসক দল ঘনিষ্ঠ বলে পরিচিত এলাকায়। সেই কারণে অপেক্ষাকৃত লঘু মামলা দায়ের করে দায় সারে পুলিশ।

আরও পড়ুন : কিছুক্ষণেই দহনজ্বালা থেকে স্বস্তি! ঝড় উঠবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়: আবহাওয়ার বড় আপডেট

ফেসবুক পোস্টে মুনমুন মল্লিক লেখেন, খবর পাওয়ার পর বিজেপি মহিলা মোর্চার তরফে যোগাযোগ করা হয় নির্যাতিতার সাথে। তাঁর বাড়িতে গেলে নির্যাতিতা পাশবিক এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন আমাদের সামনে। এরপর নবদ্বীপ (Nabadwip) থানার পুলিশের সাথে যোগাযোগ করে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় প্রতাপনগর স্টেট জেনারেল হসপিটালে। বিজেপি নেত্রীর অভিযোগ, হাসপাতালে মহিলা চিকিৎসক উপস্থিত না থাকায় পুরুষ চিকিৎসক দিয়ে নির্যাতিতার শারীরিক পরীক্ষার কথা জানানো হয়। তবে সেই প্রস্তাবে রাজি হননি নির্যাতিতা।

আরও পড়ুন : রাতের অন্ধকারে তৃণমূলি হামলা! অর্জুন ঘনিষ্ঠ বিজেপি কর্মীকে মাথা থেঁতলে খুনের চেষ্টা

এরই সাথে বিজেপি মহিলা মোর্চার সভাপতির দাবি, এরপর ওই নির্যাতিতা মহিলাকে স্থানান্তরিত করা হয় শক্তিনগরে। নিজের ফেসবুক পোস্টে রাজ্যের শাসক দলকে নিশানা করে বিজেপি মহিলা মোর্চার সভাপতির অভিযোগ, যে ৫ জন দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে ওতপ্রত ভাবে জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে জুয়া-সাট্টাসহ একাধিক সমাজবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকার দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযুক্তদের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ এনে নির্যাতিতা মহিলা জানিয়েছেন, গত ২ তারিখ রাতে আব্দুল, গোলাম, চুটকি, রাজ ও মন্টু নামের ৫ জন স্থানীয় সমাজ বিরোধী আচমকা হামলা চালায় তাঁর বাড়িতে। সেই সময়ে দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে ঘরে একাই ছিলেন ওই মহিলা। অভিযোগ এরপরই ঘরে ঢুকে শিশুসন্তানকে খুন করার হুমকি দিয়ে ওই মহিলার উপর অকথ্য শারীরিক নির্যাতন চালায় পাঁচ দুষ্কৃতী। এমনকি পরবর্তীকালে অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য চাপও সৃষ্টি করে বলে অভিযোগ নির্যাতিতার। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপের (Nabadwip) সংশ্লিষ্ট এলাকা জুড়ে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপের আবেদন জানিয়েছেন নির্যাতিত মহিলা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X